দুর্নীতি প্রসঙ্গে মমতার শুদ্ধিকরণ বার্তা, খোঁচা দিয়ে বড় পরিবর্তনের ডাক সুকান্ত মজুমদারের

Last Updated:

কেন্দ্রীয় সরকারকে দানবিক বলে মমতার কটাক্ষের জবাব সুকান্তর মুখে। 

দুর্নীতি প্রসঙ্গে মমতার শুদ্ধিকরণ বার্তা, খোঁচা দিয়ে বড় পরিবর্তনের ডাক সুকান্ত মজুমদারের
দুর্নীতি প্রসঙ্গে মমতার শুদ্ধিকরণ বার্তা, খোঁচা দিয়ে বড় পরিবর্তনের ডাক সুকান্ত মজুমদারের
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নদিয়া জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বুধবারের সভার দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। দুর্নীতি নিয়ে তিনি কী বলেন, তা নিয়েও ছিল আগ্রহ।
এদিন সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ব্যাপমে কী করেছ? কজন গ্রেফতার হয়েছে? আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কেস বিচারাধীন। দোষী হলে শাস্তি পাবে। এখন মিডিয়া ট্রায়াল করছে ৷ ক’জনকে জেলে পুরতে পারে দেখি।’’ বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘‘২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না। বিহারে, ঝাড়খন্ডে সরকার ছিল আগে। কেরল, কর্ণাটকে হারবে। উত্তর পূর্ব ভারতে হারবে ৷ গুজরাত, ইউপিতে সব আসন পাবে না। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে ৷ রাজনৈতিক ভাবে লড়ো, আমি তৈরি। গায়ের জোরে নয়, মানুষকে ভালবেসে জয় করতে হবে।’’
advertisement
advertisement
নিজের দলের ভুলভ্রান্তির প্রসঙ্গও তুলে তৃণমূল নেত্রী এদিন বলেন, ‘‘একটা দুটো লোক ভুল করে। তার মানে সবাই ভুল করছে এটা ঠিক নয়। হাতের পাঁচটা আঙুল সমান হয় না। যারা ভুল ত্রুটি করবে তারা সংশোধন করবে। মাথা উঁচু করে চলবেন। কোনও লোভ যেন গ্রাস না করে। সোনা-মুক্তোর মালা আমরা খাব না। যতটুকু প্রয়োজন ততটুকু। অর্থের মূল্য অনর্থ। লোভ করে অর্থ করলে বদনাম হচ্ছে। সবচেয়ে বেশি বিজেপি করে। এজেন্সি দিয়ে বাকিদের ভয় দেখাচ্ছো।’’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রসঙ্গেই শাসক দল তৃণমূল তথা দলের সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কটাক্ষ করলেন এ রাজ্যের পদ্ম শিবিরের সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, ‘‘আগে উনি বাংলা সামলান। তারপর উনি অন্যান্য রাজ্য ও দেশের কথা ভাববেন। দুর্নীতির পাঁকে ডুবে রয়েছে তৃণমূল। তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত। যতই শুদ্ধিকরণের চেষ্টা উনি করুন না কেন, কোনও লাভ হবে না।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সূত্র ধরে সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে এও বলেন, ‘‘মায়ের পাঁচ ছেলে, একজনের ভুল হয়। এখানে পাঁচ ছেলেই ভুল। কারণ ‘মা’ টাই খারাপ, এই ‘মা’-কেই পাল্টে ফেলা দরকার।’’
advertisement
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভামঞ্চ থেকে এও বলেন, ‘‘ আমাদের রাজ্য সরকার মানবিক। আর কেন্দ্র সরকার দানবিক।’’ মমতার এই দাবির জবাবে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘‘তিন দিন আগে মালদহে ছিলাম। সেখানে ১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে সরব হওয়ায় ধনঞ্জয় সরকারকে খুন করা হয়েছে, তাই কারা দানব মানুষ তাদের চেনে।’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্নীতি প্রসঙ্গে মমতার শুদ্ধিকরণ বার্তা, খোঁচা দিয়ে বড় পরিবর্তনের ডাক সুকান্ত মজুমদারের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement