Sujata Mondal: জিলিপি ছাড়া মন ভরে না! ভোটের দিনেও রসিয়ে খেলেন সুজাতা মণ্ডল! তারপরেই ঘটল কাণ্ড! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Sujata Mondal: ভোটের দিনেও মন ভরে জিলিপি খেলেন সুজাতা মণ্ডল! তারপর? দেখুন ভিডিও
বাঁকুড়া: ভোটের দিন বেশ সক্রিয় দেখা গেল সুজাতা মণ্ডলকে! বিষ্ণুপুর লোকসভা তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল নিজের প্রচারের কারণে ট্রেন্ডিং ছিলেন নির্বাচনের আগে। তবে নির্বাচন শুরু হতেই সেই ধারা চোখে পড়ল। সকাল সকাল ছিন্নমস্তা মন্দির এবং ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিয়ে, আশীর্বাদ প্রার্থনা করে শুরু করেন দিন। ব্লকে ব্লকে চলে বুথ পরিদর্শন। সবচেয়ে নজর কাটা যে দৃশ্য ছিল সেটি হল বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থীর জিলিপি খাওয়ার দৃশ্য।
বালসিতে দাঁড়িয়ে গরম গরম জিলিপি খেলেন সুজাতা মণ্ডল। দারুণ খোস মেজাজ তৃণমূল প্রার্থী, জিলিপি খেলেন এবং অন্যদেরকেও দিতে বললেন।মিষ্টিমুখ করে বুথ পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় বাহিনী এক জওয়ানের সঙ্গে সাংবাদিকদের বুথের ভিতরে ঢুকতে না দেওয়ার কারণে বচসা করতে দেখা গেল বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে। তৃণমূল প্রার্থী বলেন, “সকলের জন্য একই নিয়ম।”
advertisement
advertisement
এরপর চলতে থাকে একের পর এক বুথ পরিদর্শন। ইন্দাস বড়জোড়া এবং বিষ্ণুপুর। সারাদিন বেশ সজাগ দেখালো বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থীকে। প্রচারে যেভাবে নজর কেড়েছিলেন তিনি। সেই ধারা বজায় রেখে, ভোটের দিনও পুজো করে, রাস্তায় দাঁড়িয়ে জিলিপি খেয়ে মিষ্টিমুখ করে এবং বুথ পরিদর্শন করে দিল্লি যাওয়ার লড়াইটা শুরু করলেন সুজাতা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2024 11:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sujata Mondal: জিলিপি ছাড়া মন ভরে না! ভোটের দিনেও রসিয়ে খেলেন সুজাতা মণ্ডল! তারপরেই ঘটল কাণ্ড! জানুন