Sugarcane Eatting Tournament: লম্বায় ১৮ ইঞ্চি, নারী-পুরুষ নির্বিশেষে দাঁত দিয়ে চিবিয়ে আখ খাওয়ার লড়াই, টুর্নামেন্টে চরম উন্মাদনা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Sugarcane Eatting Tournament: বয়স্ক মানুষজন থেকে নতুন প্রজন্ম বাদ যাননি কোন বয়সের মানুষই, এমনকি মহিলা প্রতিযোগিদেরও দেখা যায় দাঁত দিয়ে আখ ছাড়িয়ে খেতে।
উত্তর ২৪ পরগনা: কোল্ডড্রিঙ্কস সহ বিভিন্ন বোতলবন্দি ঠান্ডা পানীয়র পরিবর্তে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে আখ খাওয়ার উপর জোর দিতেই বাংলা নতুন বছরের শুরুতে অভিনব প্রতিযোগিতার আয়োজন করল হাবরা বানীপুর বসন্ত উৎসব সোসাইটি। আখের রস খেলে একদিকে যেমন শরীর ঠান্ডা থাকে অপরদিকে, মুখের পেশি সহ দাঁত শক্ত হয়।
তবে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এখন অনেকাংশেই এই কষ্টকর প্রক্রিয়া মেনে আখ খাওয়া থেকে মুখ ফিরিয়েছেন। আগে গ্রাম বাংলার নানা জায়গায় এই আখ খাওয়ার প্রবণতা দেখা গেলেও বর্তমানে বিভিন্ন জায়গায় আখের রস পেষাই করে গ্লাসে সরবত হিসেবে খাওয়ার রীতি দেখা গেলেও আখ দাত দিয়ে কামড়ে খাওয়ার বিষয়টি সেভাবে দেখা যায় না। তাই নতুন প্রজন্মের যুবসমাজকে স্বাস্থ্য সচেতনতার বার্তা সহ শরীর ঠান্ডা রাখতে এই গরমের দিনে আখ খাওয়ার আগ্রহ বাড়াতেই বাণীপুর মেলার মাঠে এদিন আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার।
advertisement
advertisement
প্রায় ১৮ ইঞ্চি করে এক একটি আখের টুকরো দেওয়া হয় প্রতিযোগীদের। পাঁচ মিনিট সময়ের মধ্যে প্রতিযোগিরা কে কটি আখ খেতে পারে তার ওপরই বেছে নেওয়া হয় জয়ী প্রতিযোগীদের। তবে সম্পূর্ণ আখের রস খেয়ে ছিবড়েই ফেলতে হবে, অন্যথায় প্রতিযোগীর নাম বাতিলের নিয়ম রাখা হয়েছিল উদ্যোক্তাদের তরফে।
advertisement
এদিন প্রায় ৫০ জন প্রতিযোগী বেশ কয়েকটি ধাপে এই প্রতিযোগিতায় অংশ নেন। বয়স্ক মানুষজন থেকে নতুন প্রজন্ম বাদ যাননি কোন বয়সের মানুষই, এমনকি মহিলা প্রতিযোগিদেরও দেখা যায় দাঁত দিয়ে আখ ছাড়িয়ে খেতে। এমন অভিনব প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি সাধারণ মানুষজনও। ৫ টাকার বিনিময়ে এন্ট্রি ফ্রি দিয়ে প্রতিযোগিতা নাম নথিভুক্ত করেন। জয়ী প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহারও। আখ খাওয়ার এমন প্রতিযোগিতা আগামী দিনে মানুষকে আখের প্রতি আগ্রহ বৃদ্ধি করাবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। ফলে গরমের দিনে কিছুটা হলেও বাজার জাত ঠান্ডা পানীয় ছেড়ে আখের রস খেয়েই সুস্থ থাকতে পারবে আম নাগরিক।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 8:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sugarcane Eatting Tournament: লম্বায় ১৮ ইঞ্চি, নারী-পুরুষ নির্বিশেষে দাঁত দিয়ে চিবিয়ে আখ খাওয়ার লড়াই, টুর্নামেন্টে চরম উন্মাদনা