ISL Champion Mohun Bagan: 'আমাদের সূর্য মেরুণ, নাড়ির যোগ সবুজ ঘাসে' ভারত সেরা বাগান, শান্তিপুরের রাজপথ হল সবুজ-মেরুণ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
ISL Champion Mohun Bagan: ভারত সেরা মোহনবাগান! শান্তিপুরের রাজপথ ঢাকল সবুজ মেরুন আবিরে, শুভেচ্ছা বার্তা ইস্টবেঙ্গল সমর্থকদের
শান্তিপুর: ভারত সেরা মোহনবাগান! খেলার মাঠের জয়ের উচ্ছ্বাস এবং সবুজ মেরুন আবির ছড়িয়ে পড়ল শান্তিপুরের রাজপথেও৷ ১৯১১ থেকে ২০২৫ একেই বলে ইতিহাস -সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসের বন্যা। আই এস এল চ্যাম্পিয়ন হওয়ার উপলক্ষে মোহনবাগানের সপ্তম বার ভারত সেরা এবং এবার ঐতিহাসিক ডবলের কৃতিত্বের কারণে শান্তিপুর মেরিনার্স দ্বারা আয়োজিত হয় এক বিজয় উৎসব শোভাযাত্রা।
ইতিমধ্যেই শান্তিপুর মেরিনার্স-র পক্ষ থেকে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। শান্তিপুর এলাকার সকল মোহনবাগানপ্রেমীকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য তাঁরা জানিয়েছেন সাদর আমন্ত্রণ। তার ফলেই শান্তিপুরের রাজপথের রঙ শুধুই সবুজ মেরুন। অনেকে দ্বিতীয় হোলি বলেও বলছেন৷
advertisement
advertisement
উল্লেখ্য, মোহনবাগান সুপার জায়ান্টস এই মরশুমের চ্যাম্পিয়ন দল। তারা পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ISL লিগ শিল্ড জিতেছে এবং টানা দ্বিতীয়বার এই শিরোপা জিতে প্রথম দল হিসেবে ইতিহাস গড়েছে। এর পাশাপাশি আইএসএল-এর ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়নও হয়েছে মোহনবাগান।
স্বাভাবিকভাবেই, মোহনবাগানের এই বিজয়ের পরেই ফেটে পড়ে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং এর পাশাপাশি সবুজ মেরুন আবির উড়তে থাকে গোটা বাংলা জুড়ে এবং তারই রেশ এল নদিয়ার শান্তিপুরে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 8:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ISL Champion Mohun Bagan: 'আমাদের সূর্য মেরুণ, নাড়ির যোগ সবুজ ঘাসে' ভারত সেরা বাগান, শান্তিপুরের রাজপথ হল সবুজ-মেরুণ