Success Story: বাবা রান্নার ঠাকুরের কাজ করেন, টানাটানির সংসারে সোনার টুকরো ছেলে, আজ হলেন মিস্টার বেঙ্গল ২০২৫
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Success Story: দুঃস্থ পরিবারের ছেলে হয়ে উঠল পূর্ব বর্ধমানের গর্ব, শুভাশিস আজ মিস্টার বেঙ্গল
পূর্ব বর্ধমান: দুঃস্থ পরিবারের ছেলে হয়ে উঠল বাংলার গর্ব, বর্ধমানের শুভাশিস আজ মিস্টার বেঙ্গল ২০২৫। সংগ্রাম যেখানে নিত্যসঙ্গী, সেখান থেকেই জন্ম নেয় সাফল্যের আসল গল্প। পূর্ব বর্ধমানের ভাতার থানার এক দুঃস্থ পরিবারে জন্ম নেওয়া শুভাশিস ভট্টাচার্য্য আজ রাজ্যবাসীর গর্ব। বাবা একজন রান্নার ঠাকুর, সংসার চলে টানাটানিতে। তবু হাল ছাড়েননি শুভাশিস। মনের জেদ, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসে ভর করে প্রথম প্রচেষ্টাতেই জিতে নিয়েছেন মিস্টার বেঙ্গল ২০২৫ খেতাব।
সম্প্রতি কলকাতার সল্টলেক সেক্টর-৫ এর একটি ব্যাঙ্কুয়েটে অনুষ্ঠিত হয় এক বেসরকারি সংস্থার দশম বর্ষের সৌন্দর্য প্রতিযোগিতা।বিউটি উইথ রেসপনসিবিলিটি এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত হয় প্রতিযোগিতাটি, যেখানে চারটি ধাপে বিচার করা হয় অংশগ্রহণকারীদের—প্রথমে ট্যালেন্ট রাউন্ড, তারপর তিনটি রাম্প রাউন্ড, এথনিক (যেখানে নিজেকে পরিচয় করাতে হয়), স্পোর্টস এবং ফরমাল (প্রশ্নোত্তর পর্ব)। প্রতিটি রাউন্ডের নম্বরের ভিত্তিতেই বিজয়ীদের নির্বাচন করা হয়।
advertisement
আরও পড়ুন – Srabanti Chatterjee: টলিউডের হিরোইন, মাহেশের রথে এসে পাত পেড়ে খেলেন জগন্নাথ দেবের প্রসাদ, খেয়ে যা বললেন…
advertisement
শুভাশিসের মা বলেন, “অভাব আমাদের ছিল, কিন্তু ছেলের স্বপ্ন ছিল বড়। আজ ও যা করেছে, তাতেই আমরা ধন্য।” দাদা দেবাশীষ জানান, “ছোট থেকেই অভিনয় আর মডেলিং নিয়ে ওর আগ্রহ ছিল। সেই আগ্রহই আজ বাস্তবে রূপ নিয়েছে।” শুভাশিস শুধুমাত্র মিস্টার বেঙ্গল এর খেতাবই নয়, মিস্টার পারফেক্ট সাবটাইটেলও অর্জন করেছেন। পাশাপাশি আগামী দুই বছরের জন্য সংস্থার পশ্চিমবঙ্গ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও নিযুক্ত হয়েছেন।
advertisement
তিনি এই কৃতিত্ব উৎসর্গ করেছেন তাঁর মেন্টর দেবযানি মিত্র এবং প্রশিক্ষণ টিমকে। বর্তমানে এক বেসরকারি সংস্থায় চাকরি করার পাশাপাশি অভিনয় ও মডেলিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন শুভাশিস। তাঁর স্বপ্ন মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং একজন সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা।
Banowarilal Chowdhary
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2025 7:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: বাবা রান্নার ঠাকুরের কাজ করেন, টানাটানির সংসারে সোনার টুকরো ছেলে, আজ হলেন মিস্টার বেঙ্গল ২০২৫

