১৯ বছর ধরে জীবন সংগ্রামে, উচ্চতা মাত্র আড়াই ফুট! লড়াই করে এগিয়ে চলেছে রূপালী
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Success Story: আড়াই ফুট উচ্চতা নিয়ে জীবন সংগ্রামে এগিয়ে চলেছে পুরুলিয়ার ভূমিকন্যা রূপালী মণ্ডল। উচ্চতায় মাত্র আড়াই ফুট, কিন্তু তাঁর জীবনের লক্ষ্য বিরাট বড়। লালপুর গ্রামের বাসিন্দা সে। বাবা পেশায় চাষি। বাড়িতে রয়েছে মা ,বাবা, ভাই। কী এমন করে ফেলেছেন এই কন্যা?
পুরুলিয়া: আড়াই ফুট উচ্চতা নিয়ে জীবন সংগ্রামে এগিয়ে চলেছে পুরুলিয়ার ভূমিকন্যা রূপালী মণ্ডল। উচ্চতায় মাত্র আড়াই ফুট, কিন্তু তাঁর জীবনের লক্ষ্য বিরাট বড়। লালপুর গ্রামের বাসিন্দা সে। বাবা পেশায় চাষি। বাড়িতে রয়েছে মা ,বাবা, ভাই। কী এমন করে ফেলেছেন এই কন্যা?
হুড়া গার্লস স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন রূপালী। ইতিমধ্যেই উচ্চশিক্ষা লাভের জন্য স্নাতক ডিগ্রি অর্জন করতে ভর্তি হয়েছেন লালপুর মহাত্মা গান্ধি কলেজে। প্রত্যন্ত গ্রামে বাড়ি হলেও থেমে থাকেনি তার পথ চলা। নিজের মনের জোর কোনওভাবেই কম হতে দেয়নি রূপালী।
advertisement
advertisement
বহু ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। তবুও থেমে থাকেনি সে। পরিবারের যথেষ্ট সহযোগিতা পেয়েছে প্রতিটি ক্ষেত্রে। তার এই কর্মকাণ্ডে গর্বিত গোটা জেলা। তাকে দেওয়া হল বিশেষ সম্মান। ড: দুলাল চন্দ্র ঘোষ স্মৃতিবৃত্তি পেল রূপালী।
advertisement
প্রতিবছরই পুরুলিয়া জেলা যাদব সমাজের পক্ষ থেকে জেলার ১০০ কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। এবছর তাদের মধ্যে নজর কেড়েছে রূপালী মণ্ডল।
এ বিষয়ে রূপালী বলেন, তার মনের জোর সব সময়ই বেশি ছিল। তাই তিনি সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে চলেছেন। আর এই যাত্রায় পরিবারের যথেষ্ট সহযোগিতা পেয়েছে সে। সকলের সামনে এই সম্মান পেয়ে তার ভীষণই ভাল লাগছে।
advertisement
আগামী দিনে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে তাকে সহযোগিতার আর্জি জানিয়েছেন তিনি। ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে রূপালী। এ বিষয়ে রূপালীর বাবা সোবধ মণ্ডল বলেন, ছোটবেলা থেকেই অনেক কটু কথার সম্মুখীন হলেও তার মেয়ের প্রতি কখনওই ভালবাসা কমেনি তাঁর। সব সময় তিনি মেয়ের পাশে থেকেছেন। মেয়েকে নিয়ে গর্বিত তিনি। মেয়ের পড়াশুনোর ক্ষেত্রে সহযোগিতার আর্জি জানিয়েছেন তিনি।
advertisement
এ বিষয়ে বঙ্গীয় যাদব মহাসভার সচিব বাণীব্রত মণ্ডল বলেন, রূপালীকে সম্মানিত করতে পেরে তাঁদের ভীষণই ভাল লাগছে। এটা তাঁদের কাছে গর্বের। আগামী দিনের পড়াশোনার ক্ষেত্রে রুপালী মণ্ডলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
advertisement
দীর্ঘ ১৯ বছর ধরে প্রতিমুহূর্তেই জীবনের সঙ্গে সংগ্রামী করে চলেছে রূপালী। কারণ সে বিশেষভাবে সক্ষম। তবুও মনের জোরের কাছে হার মেনে নেননি তিনি। তাকে নিয়ে গর্বিত গোটা জেলা।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 7:15 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১৯ বছর ধরে জীবন সংগ্রামে, উচ্চতা মাত্র আড়াই ফুট! লড়াই করে এগিয়ে চলেছে রূপালী