'আপনার সিট কোথায়, এটা আমার সিট...!' AC কোচে হাত-পা ছড়িয়ে শুয়েছিল, প্রশ্ন আসতেই যা করে বসল যাত্রী, মুহূর্তে সবাই 'থ'!

Last Updated:
Indian Railways: ট্রেনে টিকিট না কেটে ওঠা আইনত দণ্ডনীয়। কিন্তু এবার এই টিকিট না কাটার এমন এক ঘটনা সামনে এল যা এককথায় স্তম্ভিত করে দিয়েছে গোটা ট্রেনের যাত্রীদের। ইতিমধ্যেই আশ্চর্য এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল।
1/12
ভারতীয় রেল দেশের অন্যতম ধারক ও বাহক। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই রেলপথে তাঁদের গন্তব্যে পৌঁছে যান। স্কুল, কলেজ অফিস পৌঁছতে ট্রেন যাত্রাকে যেমন অনেকেরই কাছে সবচেয়ে সহজ ও সস্তার গণমাধ্যম করে তুলেছে, ঠিক তেমনই দূর-দূরান্তে বেড়াতে যেতেও ট্রেনই সবচেয়ে সুবিধেজনক ও স্বাচ্ছন্দময় যাত্রা হয়ে ওঠে।
ভারতীয় রেল দেশের অন্যতম ধারক ও বাহক। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই রেলপথে তাঁদের গন্তব্যে পৌঁছে যান। স্কুল, কলেজ অফিস পৌঁছতে ট্রেন যাত্রাকে যেমন অনেকেরই কাছে সবচেয়ে সহজ ও সস্তার গণমাধ্যম করে তুলেছে, ঠিক তেমনই দূর-দূরান্তে বেড়াতে যেতেও ট্রেনই সবচেয়ে সুবিধেজনক ও স্বাচ্ছন্দময় যাত্রা হয়ে ওঠে।
advertisement
2/12
বেড়াতে যাওয়ার আগে শুধু পেতে হবে ট্রেনের কোনও সংরক্ষিত কামরার কনফার্ম টিকিট। ব্যাস, তাহলেই যাত্রা শুভ ও আনন্দময় হওয়া কনফার্ম। ট্রেনে উঠলেই আলাপ হয় নতুন অচেনা সহযাত্রীদের সঙ্গে।
বেড়াতে যাওয়ার আগে শুধু পেতে হবে ট্রেনের কোনও সংরক্ষিত কামরার কনফার্ম টিকিট। ব্যাস, তাহলেই যাত্রা শুভ ও আনন্দময় হওয়া কনফার্ম। ট্রেনে উঠলেই আলাপ হয় নতুন অচেনা সহযাত্রীদের সঙ্গে।
advertisement
3/12
বেশ গল্প করতে করতে অথবা পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে কাটাতেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। কিন্তু এই ট্রেনের কামরায় আবার এমন অনেক ঘটনা আজকাল প্রায়ই ঘটে যা মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়।
বেশ গল্প করতে করতে অথবা পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে কাটাতেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। কিন্তু এই ট্রেনের কামরায় আবার এমন অনেক ঘটনা আজকাল প্রায়ই ঘটে যা মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
4/12
ট্রেনে টিকিট না কেটে ওঠা আইনত দণ্ডনীয়। কিন্তু এবার এই টিকিট না কাটার এমন এক ঘটনা সামনে এল যা এককথায় স্তম্ভিত করে দিয়েছে গোটা ট্রেনের যাত্রীদের। ইতিমধ্যেই আশ্চর্য এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল।
ট্রেনে টিকিট না কেটে ওঠা আইনত দণ্ডনীয়। কিন্তু এবার এই টিকিট না কাটার এমন এক ঘটনা সামনে এল যা এককথায় স্তম্ভিত করে দিয়েছে গোটা ট্রেনের যাত্রীদের। ইতিমধ্যেই আশ্চর্য এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল।
advertisement
5/12
মাত্র ২৮ সেকেন্ডের এই ভিডিওতে, এসি কোচে এক টিকিটহীন যাত্রীর খোঁজ পাওয়া যায়। আর তাঁকে নিয়েই রীতিমতো ভাইরাল জ্বরে কাঁপছে গোটা দেশ। কী দেখা গেল ভিডিওতে?
মাত্র ২৮ সেকেন্ডের এই ভিডিওতে, এসি কোচে এক টিকিটহীন যাত্রীর খোঁজ পাওয়া যায়। আর তাঁকে নিয়েই রীতিমতো ভাইরাল জ্বরে কাঁপছে গোটা দেশ। কী দেখা গেল ভিডিওতে?
advertisement
6/12
দেখা যায় চলন্ত ট্রেনের একটি এসি কামড়াতে যাত্রা করছেন এক মহিলা। আর তাঁরই সিটে টান টান হয়ে রীতিমতো হাত পা ছড়িয়ে শুয়ে আছেন এক বিশেষ ব্যক্তি। কে তিনি জানেন? শুনলেই চমকাবেন।
দেখা যায় চলন্ত ট্রেনের একটি এসি কামড়াতে যাত্রা করছেন এক মহিলা। আর তাঁরই সিটে টান টান হয়ে রীতিমতো হাত পা ছড়িয়ে শুয়ে আছেন এক বিশেষ ব্যক্তি। কে তিনি জানেন? শুনলেই চমকাবেন।
advertisement
7/12
বেশ মেজাজে যিনি রিজার্ভড সিটে শুয়ে আছে তিনি আসলে ওই মহিলারই ছোট্ট বাচ্চা। দেখা যায় মায়ের সংরক্ষিত আসনে ছোট্ট শিশুটি বেশ আমোদে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে।
বেশ মেজাজে যিনি রিজার্ভড সিটে শুয়ে আছে তিনি আসলে ওই মহিলারই ছোট্ট বাচ্চা। দেখা যায় মায়ের সংরক্ষিত আসনে ছোট্ট শিশুটি বেশ আমোদে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে।
advertisement
8/12
আর মা যখন তাকে বলেন,
আর মা যখন তাকে বলেন, "তুমি আমার আসনে শুয়ে আছো কেন? এটা আমার সিট।" সেটা শুনেই শিশুটি জোরে জোরে খিলখিল করে হাসতে শুরু করে দেয়। তার হাসির ফোয়ারা দেখেই আসেপাশের মানুষ চোখ সরাতে পারেন না। মাত্র ২ দিনের মধ্যে, এই ভিডিওটি ১ কোটিরও বেশি ভিউ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে।
advertisement
9/12
দেখা যায়, শিশুটি ট্রেনের সিটে শুয়ে আছে এবং তার মা তাকে জিজ্ঞাসা করছেন,
দেখা যায়, শিশুটি ট্রেনের সিটে শুয়ে আছে এবং তার মা তাকে জিজ্ঞাসা করছেন, "তোমার সিট কোথায়, এটা তো আমার সিট, টিকিট কোথায় তোমার?" মায়ের এই কথাগুলো শুনে শিশুটি জোরে হাসতে শুরু করে।
advertisement
10/12
ভিডিওতে যখন শিশুটির মা তাকে বলেন,
ভিডিওতে যখন শিশুটির মা তাকে বলেন, "ওঠো এবার! বাবা কোথায় বসবে, মা কোথায় বসবে?" তখনও শিশুটি তার সমস্ত মিষ্টি ভাব ভরে দেয় সেই দৃশ্যে, প্রাণ খুলে হাসতে দেখা যায় শিশুটিকে।
advertisement
11/12
প্রায় ২৮ সেকেন্ডের এই ফুটেজটি এখানেই শেষ হয়। মা ও সন্তানের এমন মজার কথোপকথন দেখে সবার মন অপত্যস্নেহে ভরে যায় নিমেষের মধ্যে। আর ঝড়ের গতিতে বাড়তে থাকে শেয়ার, কমেন্ট, লাইক, লাভ!
প্রায় ২৮ সেকেন্ডের এই ফুটেজটি এখানেই শেষ হয়। মা ও সন্তানের এমন মজার কথোপকথন দেখে সবার মন অপত্যস্নেহে ভরে যায় নিমেষের মধ্যে। আর ঝড়ের গতিতে বাড়তে থাকে শেয়ার, কমেন্ট, লাইক, লাভ!
advertisement
12/12
আসলে শিশুরা যেন ঈশ্বরের একটুকরো অংশ। তাই বোধহয় তাদের হাসিমুখ সবাইকে নাড়িয়ে দেয় এক লহমায়। এই মর্মস্পর্শী ভিডিওটিও তাই মুহূর্তের ছুঁয়ে দেয় ইন্টারনেটের ব্যবহারকারীদের মন। সকলেরই হৃদয় ভরে ওঠে এক অদ্ভুত মায়াময় ভাললাগায়।
আসলে শিশুরা যেন ঈশ্বরের একটুকরো অংশ। তাই বোধহয় তাদের হাসিমুখ সবাইকে নাড়িয়ে দেয় এক লহমায়। এই মর্মস্পর্শী ভিডিওটিও তাই মুহূর্তের ছুঁয়ে দেয় ইন্টারনেটের ব্যবহারকারীদের মন। সকলেরই হৃদয় ভরে ওঠে এক অদ্ভুত মায়াময় ভাললাগায়।
advertisement
advertisement
advertisement