Success Story: ৬০ টাকায় বদলে গেল নাপিতের ভবিষ্যত! লুকিয়ে রাখা লটারিতেই মিলল ১ কোটি টাকা
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Success Story: মাত্র ৬০ টাকার লটারির টিকিট কাটেন মুর্শিদাবাদের ডোমকলের পার রঘুনাথপুর মালিপাড়ার রবিউল সেখ। যদিও লটারি টিকিট কাটতেন বহুদিন থেকেই। আর সেই টিকিটেই প্রথম পুরস্কার জিতলেন তিনি।
মুর্শিদাবাদঃ কার ভাগ্য কখন কীভাবে খুলে যায় বলতে পারেন না কেউই। তবে রাতারাতি যে এক নাপিতের ভাগ্য খুলে যাবে স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। আর ভাগ্য খুলে যেতেই দ্বারস্থ হতে হল থানায়। কারণ বর্তমানে নিরাপত্তা প্রয়োজন তাঁর। আর সেই মতো পুলিশও দিলেন নিরাপত্তা। এবার ভাবছেন যে কী এমন হলো যে থানার দ্বারস্থ হতে হলো ঐ নাপিতকে। হ্যাঁ! এক টিকিটেই বাজিমাত। পেয়ে গেলেন এক কোটি টাকা। ভাবতে পারেন সামান্য সেলুনের দোকান থেকে হয়ে গেলেন কোটিপতি।
একটি টিকিটের ষ্টল থেকে মাত্র ৬০ টাকার লটারির টিকিট কাটেন মুর্শিদাবাদের ডোমকলের পার রঘুনাথপুর মালিপাড়ার রবিউল সেখ। যদিও লটারি টিকিট কাটতেন বহুদিন থেকেই। ঠিকমতো মিলিয়ে দেখতেন কিন্তু ভাগ্যের চাকা খুলত না। হতাশ হয়ে পড়লেও টিকিট কাটার নেশা থাকত তাঁর। সেলুনের দোকানে কিছু রোজগার হবার পর সাইকেলে ছুটতো টিকিট কাটতে। পরিবারে অশান্তি লাগলেও তবুও টিকিট কাটা ছাড়েননি। হঠাৎ টিকিট কিনে তাঁর সেলুনের দোকানে ছিলেন। টিকিট মেলাতে গিয়েই বাজিমাত। একেবারে প্রথম পুরুষ্কার এক কোটি টাকা তাঁর টিকিটে। রাতারাতি এক কোটি টাকা জিতে জেতেই এখন সটান হাজির হলেন থানায়।
advertisement
advertisement
পরিবারের সদস্যরা জানান, খুবিই দরিদ্র পরিবারে বসবাস। সামান্য সেলুনের দোকান থেকেই পরিবার সামলানো ছেলে মেয়েদের পড়াশোনার খরচ। এই টিকিট কাটা নিয়ে পরিবারে অশান্তিও ছিল নিত্যদিন। এখন টিকিট জিতে খুবই খুশি হয়েছেন। স্থানীয়রা জানান, টিকিট কাটা তাঁর নেশা ছিল বটে। বাড়িতেই রয়েছে সেলুন। সেখান থেকে কিছু টাকা রোজগার হলেই ছুটতো লটারির টিকিট কাটতে। তবে, এখন ডোমকলের রঘুনাথপুরের মালিপাড়ার কোটিপতি এখন তিনি।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 20, 2023 2:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: ৬০ টাকায় বদলে গেল নাপিতের ভবিষ্যত! লুকিয়ে রাখা লটারিতেই মিলল ১ কোটি টাকা








