North 24 Parganas News: রামদা, হাসুয়া, কুড়ুল হাতে গভীর রাতে ওরা কারা! চোখ পড়তেই যা করল পুলিশ

Last Updated:

রামদা, হাসুয়া, কুরুল হাতে গভীর রাতে ওরা কারা! রাতে টহল দেওয়ার সময় পুলিশের চোখ পড়ে দাঁড়িয়ে থাকা ওই লোকগুলির উপর। তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র অস্ত্র সহ উদ্ধার হয় নগদ টাকাও।

থানার সাফল্য
থানার সাফল্য
উত্তর ২৪ পরগনা: রামদা, হাসুয়া, কুড়ুল নিয়ে রাতে দাঁড়িয়ে ওরা কারা! রাতে টহল দেওয়ার সময় পুলিশের চোখ পড়ে দাঁড়িয়ে থাকা ওই লোকগুলির উপর। এরপরই, সন্দেহ হওয়ায় এগিয়ে যেতেই তাদের মধ্য থেকে দুজন পালিয়ে গেলেও, তিনজনকে ধরতে পারে পুলিশ। তাদের তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র অস্ত্র সহ উদ্ধার হয় নগদ টাকাও। আর তাই লোকসভা নির্বাচনের আগে এটিকে নিউ ব্যারাকপুর থানার বড় সাফল্য বলেই মনে করছে জেলা পুলিশ মহল।
পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল এই দুষ্কৃতীরা। তাদের সকলেরই বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। নির্বাচনের আগে অস্ত্রসহ দুষ্কৃতিরা গ্রেফতার হতেই থানার সাফল্যে সিলমোহর দিলেন এসিপি ঘোলা তনয় চ্যাটার্জি। এসিপি জানান, দুষ্কৃতিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল, রামদা, হাসুয়া, কুড়ুল সহ নহদ ১৫ হাজার ৩০০ টাকা। গোপন সূত্রে খবর পেয়েই এদিন নববারাকপুর থানার পুলিশ ভোর রাতে পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া এলাকা থেকে এই দুষ্কৃতীদের ধরে। তদন্তের স্বার্থে তাদের বাড়ির ঠিকানা না জানালেও, প্রত্যেকের বাড়ি এই জেলায় বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
বিভিন্ন বাড়িতে গিয়ে বাগানে গাছ কাটা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। আর তার ফাঁকে লক্ষ রাখত কোন বাড়িতে কোথায় কি আছে। পরিবারের লোকজন দের গতিবিধি যেনে বড়সড় ডাকাতির ছক কোষত তারা। ধৃত দুষ্কৃতীরা হলেন বছর ৩৫ এর সফিকুল গাজি, সঞ্জীব চক্রবর্তীর বয়স ৩১ এবং বছর ৩০ এর প্রদীপ বিশ্বাস। এই দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক থানায় চুরি ছিনতাই এর অভিযোগ রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এমন দুষ্কৃতিদের পুলিশ ধরতে পারায় খুশি এলাকার মানুষজনও।
Rudra Nrayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: রামদা, হাসুয়া, কুড়ুল হাতে গভীর রাতে ওরা কারা! চোখ পড়তেই যা করল পুলিশ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement