North 24 Parganas News: রামদা, হাসুয়া, কুড়ুল হাতে গভীর রাতে ওরা কারা! চোখ পড়তেই যা করল পুলিশ
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
রামদা, হাসুয়া, কুরুল হাতে গভীর রাতে ওরা কারা! রাতে টহল দেওয়ার সময় পুলিশের চোখ পড়ে দাঁড়িয়ে থাকা ওই লোকগুলির উপর। তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র অস্ত্র সহ উদ্ধার হয় নগদ টাকাও।
উত্তর ২৪ পরগনা: রামদা, হাসুয়া, কুড়ুল নিয়ে রাতে দাঁড়িয়ে ওরা কারা! রাতে টহল দেওয়ার সময় পুলিশের চোখ পড়ে দাঁড়িয়ে থাকা ওই লোকগুলির উপর। এরপরই, সন্দেহ হওয়ায় এগিয়ে যেতেই তাদের মধ্য থেকে দুজন পালিয়ে গেলেও, তিনজনকে ধরতে পারে পুলিশ। তাদের তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র অস্ত্র সহ উদ্ধার হয় নগদ টাকাও। আর তাই লোকসভা নির্বাচনের আগে এটিকে নিউ ব্যারাকপুর থানার বড় সাফল্য বলেই মনে করছে জেলা পুলিশ মহল।
পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল এই দুষ্কৃতীরা। তাদের সকলেরই বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। নির্বাচনের আগে অস্ত্রসহ দুষ্কৃতিরা গ্রেফতার হতেই থানার সাফল্যে সিলমোহর দিলেন এসিপি ঘোলা তনয় চ্যাটার্জি। এসিপি জানান, দুষ্কৃতিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল, রামদা, হাসুয়া, কুড়ুল সহ নহদ ১৫ হাজার ৩০০ টাকা। গোপন সূত্রে খবর পেয়েই এদিন নববারাকপুর থানার পুলিশ ভোর রাতে পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া এলাকা থেকে এই দুষ্কৃতীদের ধরে। তদন্তের স্বার্থে তাদের বাড়ির ঠিকানা না জানালেও, প্রত্যেকের বাড়ি এই জেলায় বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: ATM কার্ডের মতো দেখতে কিন্তু এটিএম কার্ড না, এই কার্ড থাকলে এবার মিলবে বাড়তি সুবিধা! আপনার আছে ?
বিভিন্ন বাড়িতে গিয়ে বাগানে গাছ কাটা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। আর তার ফাঁকে লক্ষ রাখত কোন বাড়িতে কোথায় কি আছে। পরিবারের লোকজন দের গতিবিধি যেনে বড়সড় ডাকাতির ছক কোষত তারা। ধৃত দুষ্কৃতীরা হলেন বছর ৩৫ এর সফিকুল গাজি, সঞ্জীব চক্রবর্তীর বয়স ৩১ এবং বছর ৩০ এর প্রদীপ বিশ্বাস। এই দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক থানায় চুরি ছিনতাই এর অভিযোগ রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এমন দুষ্কৃতিদের পুলিশ ধরতে পারায় খুশি এলাকার মানুষজনও।
Rudra Nrayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 1:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: রামদা, হাসুয়া, কুড়ুল হাতে গভীর রাতে ওরা কারা! চোখ পড়তেই যা করল পুলিশ