EXCLUSIVE: 'ও আমার প্রতিদ্বন্দ্বীই নয়, অপেক্ষা করুন', 'শেষ' দিনে কেবলই আস্ফালন শুভেন্দুর! নিশানায় কে?

Last Updated:

সভা শেষে নিউজ এইট্টিন বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
#কাঁথি: বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন তিনি। তারই সঙ্গে সভা শেষে নিউজ এইট্টিন বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শুভেন্দু অধিকারী।
নাম না করে অভিষেক বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমি ওকে কাউন্টার করি না। ও আমার কমপিটিটরই নয়। ও যার আলোয় আলোকিত, আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। রাজনৈতিক দূষণ ছড়িয়ে গিয়েছিল ও, তারই পাল্টা দেওয়ার দরকার ছিল। আজ সেটাই দিলাম। লোকসভা নির্বাচনে দেখাব।'
আরও পড়ুন: টোটো চালিয়েই চলে সংসার, তাতে কী! শত প্রলোভনেও এই মানুষটি যা করলেন, স্যালুট!
শুভেন্দু অধিকারী এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এও বলেন,' বড় চোরের দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন। সব হবে। দিন পরিবর্তন হতে পারে। মাস পরিবর্তন হতে পারে। কিন্তু বছর পরিবর্তন হবে না। আগামী বছরটা খুব ভালো যাবে'। কাঁথির সভা মঞ্চ থেকে এদিন নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় শুভেন্দুকে।
advertisement
advertisement
আরও পড়ুন: ফের চোখরাঙানি করোনার, নবান্ন থেকেই বড় নির্দেশ মমতার!
'বড় চোর' জেলে যাওয়া প্রসঙ্গে শুভেন্দুর দাবি, 'অপেক্ষা করুন। আপন নিয়মেই জেলে যাবে। যাবে আপন গতিতেই।' এদিন বক্তব্য রাখার সময় এদিন শুভেন্দু কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, 'আগামী লোকসভা নির্বাচনে কাঁথি এবং তমলুক এই দুই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে জিতিয়ে নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া একজন বিজেপি কর্মী হিসেবে আমার দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করব।'
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
EXCLUSIVE: 'ও আমার প্রতিদ্বন্দ্বীই নয়, অপেক্ষা করুন', 'শেষ' দিনে কেবলই আস্ফালন শুভেন্দুর! নিশানায় কে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement