West Medinipur News: ডেঙ্গু রোধে কোমর বেঁধে ময়দানে মহকুমা প্রশাসন

Last Updated:

ঘাটালে ডেঙ্গু রোধে কোমর বেঁধে ময়দানে মহকুমা প্রশাসন।এলাকায় চলছে সচেতনতা শিবির ও প্রচার ।

+
ময়দানে

ময়দানে মহকুমা প্রশাসন

পশ্চিম মেদিনীপুর : শুরু হয়েছে বর্ষা তাই ডেঙ্গু রোধে কোমর বেঁধে ময়দানে মহকুমা প্রশাসন। বর্ষায় মশার উপদ্রপ অনেকাংশে বেড়ে যায়। তাই নালা নর্দমা পরিষ্কারের তোড়জোড় শুরু হয় প্রাক বর্ষাতে। জমা জলে যাতে করে মশার লার্ভা বংশ বিস্তার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে এই সময় পৌরসভা থেকে শুরু করে ছোটো ছোটো সমাজসেবামূলক সংগঠন পথে নামে জন সচেতনা বাড়াতে।
ঠিক সেইরকমই ছবি দেখা গেল এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল জুড়ে তবে এবার পথে নামলেন খোদ মহকুমা প্রশাসক।ঘাটালে ডেঙ্গু রোধে কোমর বেঁধে ময়দানে মহকুমা প্রশাসন। ডেঙ্গু রোধে বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির ও সচেতনতা প্রচার চালাচ্ছে মহকুমা প্রশাসন। গত বছর এই সময় ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে ১৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, এমনকি মৃত্যু হয়েছিল দু\’জনের। সেই সময় ঘাটালকে হাইরিস্ক জোন হিসাবে ঘোষণা করেছিল জেলা প্রশাসন।
advertisement
advertisement
এবার আগে থেকেই সচেতনতায় মহকুমা প্রশাসন। ব্লকের বিভিন্ন জায়গার পাশাপাশি ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা এলাকায় বিভিন্ন জায়গা পরিষ্কার, ব্লিচিং ছড়ান থেকে শুরু করে সচেতনতামূলক প্রচারে মহকুমা শাসক থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীরা। তবে এই বর্ষা ও বন্যার সময় ডেঙ্গু রোধে প্রশাসনের নজরদারি চলছে জোরদার।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চলছে সাফ সাফাই, বাড়তি নজরদারি জনসচেতনার দিকে কারণ এক্ষেত্রে মানুষের সচেতন হওয়া সর্বপ্রথম জরুরি। এবার দেখার বিষয় ডেঙ্গু রোধে এত পদক্ষেপ করার পরও মশা দমন সম্ভব হয় কিনা। স্বাস্থ্য সচেতনতাই কতটা এগিয়ে থাকে ঘাটাল
মিজানুর রহমান
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
 West Medinipur News: ডেঙ্গু রোধে কোমর বেঁধে ময়দানে মহকুমা প্রশাসন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement