Nadia Sub Inspector Suspend: তোলা তুলতে গিয়ে ফেঁসে গেল পুলিশ, ভাইরাল ভিডিও দেখলেন এসপি!সাব ইন্সপেক্টরের কী শাস্তি?

Last Updated:

গত শনিবার ১২ নম্বর জাতীয় সড়কের উপরে বেথুয়াডহরি টোল প্লাজায় টহলদারির দায়িত্বে ছিলেন ওই সাব ইন্সপেক্টর৷

সাসপেন্ড হওয়া সাব ইন্সপেক্টর প্রবীর প্রামাণিক৷ (ডান দিকে) পুলিশের টাকা তোলার ভাইরাল ভিডিও-র থেকে নেওয়া ছবি৷
সাসপেন্ড হওয়া সাব ইন্সপেক্টর প্রবীর প্রামাণিক৷ (ডান দিকে) পুলিশের টাকা তোলার ভাইরাল ভিডিও-র থেকে নেওয়া ছবি৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: পুলিশ দিবসেই গাড়ি থেকে তোলা তুলতে গিয়ে শাস্তি পেলেন এক পুলিশ অফিসার৷ সাসপেন্ড করা হল নদিয়ার নাকাশিপাড়া থানার এক সাব ইন্সপেক্টরকে৷ অভিযোগ নাকাশিপাড়ার বেথুয়াডহরি টোল প্লাজার উপরে গাড়ি থেকে টাকা তুলেছিলেন তিনি৷
ঘটনাটি গত শনিবারের৷ অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টরের নাম প্রবীপ প্রামাণিক৷ তিনি নাকাশিপাড়া থানায় কর্মরত ছিলেন৷
অভিযোগ গত শনিবার ১২ নম্বর জাতীয় সড়কের উপরে বেথুয়াডহরি টোল প্লাজায় টহলদারির দায়িত্বে ছিলেন ওই সাব ইন্সপেক্টর৷ অভিযোগ, তখনই বিভিন্ন মালবাহী গাড়ির থেকে টাকা নিচ্ছিলেন তিনি৷ ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং অফিসারও ছিলেন৷ গাড়ি চালকদের অভিযোগ, জাতীয় সড়কের উপরে ওই জায়গায় নিয়মিত পুলিশকে টাকা দিতে হয়৷
advertisement
advertisement
পুলিশ অফিসারের তোলা আদায়ের এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়৷ এই ভিডিও নজরে আসে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে-র৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ যেহেতু ওই টহলদারি দলের প্রধান ছিলেন সাব ইন্সপেক্টর প্রবীর প্রামাণিক, তাই প্রাথমিক ভাবে তাঁকে সাসপেন্ড করেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷
এই ভিডিও নজরে আসতেই বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে শুরু করেন পুলিশ সুপার৷ অভিযোগের সত্যতা মিলতেই ওই সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়৷ পাশাপাশি অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Sub Inspector Suspend: তোলা তুলতে গিয়ে ফেঁসে গেল পুলিশ, ভাইরাল ভিডিও দেখলেন এসপি!সাব ইন্সপেক্টরের কী শাস্তি?
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement