Nadia Sub Inspector Suspend: তোলা তুলতে গিয়ে ফেঁসে গেল পুলিশ, ভাইরাল ভিডিও দেখলেন এসপি!সাব ইন্সপেক্টরের কী শাস্তি?

Last Updated:

গত শনিবার ১২ নম্বর জাতীয় সড়কের উপরে বেথুয়াডহরি টোল প্লাজায় টহলদারির দায়িত্বে ছিলেন ওই সাব ইন্সপেক্টর৷

সাসপেন্ড হওয়া সাব ইন্সপেক্টর প্রবীর প্রামাণিক৷ (ডান দিকে) পুলিশের টাকা তোলার ভাইরাল ভিডিও-র থেকে নেওয়া ছবি৷
সাসপেন্ড হওয়া সাব ইন্সপেক্টর প্রবীর প্রামাণিক৷ (ডান দিকে) পুলিশের টাকা তোলার ভাইরাল ভিডিও-র থেকে নেওয়া ছবি৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: পুলিশ দিবসেই গাড়ি থেকে তোলা তুলতে গিয়ে শাস্তি পেলেন এক পুলিশ অফিসার৷ সাসপেন্ড করা হল নদিয়ার নাকাশিপাড়া থানার এক সাব ইন্সপেক্টরকে৷ অভিযোগ নাকাশিপাড়ার বেথুয়াডহরি টোল প্লাজার উপরে গাড়ি থেকে টাকা তুলেছিলেন তিনি৷
ঘটনাটি গত শনিবারের৷ অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টরের নাম প্রবীপ প্রামাণিক৷ তিনি নাকাশিপাড়া থানায় কর্মরত ছিলেন৷
অভিযোগ গত শনিবার ১২ নম্বর জাতীয় সড়কের উপরে বেথুয়াডহরি টোল প্লাজায় টহলদারির দায়িত্বে ছিলেন ওই সাব ইন্সপেক্টর৷ অভিযোগ, তখনই বিভিন্ন মালবাহী গাড়ির থেকে টাকা নিচ্ছিলেন তিনি৷ ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং অফিসারও ছিলেন৷ গাড়ি চালকদের অভিযোগ, জাতীয় সড়কের উপরে ওই জায়গায় নিয়মিত পুলিশকে টাকা দিতে হয়৷
advertisement
advertisement
পুলিশ অফিসারের তোলা আদায়ের এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়৷ এই ভিডিও নজরে আসে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে-র৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ যেহেতু ওই টহলদারি দলের প্রধান ছিলেন সাব ইন্সপেক্টর প্রবীর প্রামাণিক, তাই প্রাথমিক ভাবে তাঁকে সাসপেন্ড করেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷
এই ভিডিও নজরে আসতেই বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে শুরু করেন পুলিশ সুপার৷ অভিযোগের সত্যতা মিলতেই ওই সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়৷ পাশাপাশি অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Sub Inspector Suspend: তোলা তুলতে গিয়ে ফেঁসে গেল পুলিশ, ভাইরাল ভিডিও দেখলেন এসপি!সাব ইন্সপেক্টরের কী শাস্তি?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement