স্কুলে নেই হলঘর, শীত-গ্রীষ্ম-বর্ষা মাঠে, ঘাটে বসে মিড মে মিল খেতে হয় পড়ুয়াদের

Last Updated:

স্কুল বিল্ডিং ঘিরে কোনও প্রাচীর নেই। আমফানের পর বেশ কয়েকটি ঘরের ছাদ উড়ে গিয়েছে। সেগুলি সংস্কারের ব্যাপারেও কোনও উদ্যোগ নেই।

#পূর্বনৈছনপুর: শীত-গ্রীষ্ম-বর্ষা। গাছতলাই ভরসা। স্কুলে কোনও হলঘর নেই। তাই গাছতলায় দাঁড়িয়ে, বসে মিড ডে মিলের খাবার খায় স্কুল পড়ুয়ারা! ময়না এলাকার পুর্ব নৈছনপুর হাই স্কুলের ঘটনা।
যেখানে সুবিশাল স্কুল বিল্ডিং আছে। কিন্তু নেই মিড ডে মিলের জন্য কোনও ডাইনিং রুম। অগত্যা স্কুল মাঠে, গাছ তলায়, পুকুর ঘাটে দাঁড়িয়েই খেতে হয় খাবার।
advertisement
পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পূর্বনৈছনপুর হাইস্কুল। জেলার স্কুলগুলি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের রেজাল্টে রাজ্যে ভাল জায়গা দখলের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। কিন্তু পরিকাঠামোগত উন্নয়নে অনেক পিছনে রয়েছে জেলার বহু স্কুলই। সে রকমই এক স্কুল ময়নার পুর্ব নৈছনপুর হাই স্কুল। ময়না থেকে নরঘাট রূপনারায়ণ নদ বরাবর পাকা রাস্তার ধারেই পূর্ব নৈছপুরে কয়েক বিঘা জমির ওপর এই স্কুলটির অবস্থান।
advertisement
স্কুল বিল্ডিং ঘিরে কোনও প্রাচীর নেই। আমফানের পর বেশ কয়েকটি ঘরের ছাদ উড়ে গিয়েছে। সেগুলি সংস্কারের ব্যাপারেও কোনও উদ্যোগ নেই। করোনা আবহ কাটিয়ে ছাত্রছাত্রীরা স্কুলেও ফিরছে। স্কুলের ডাইনিং রুম না থাকায় সেই গাছ তলায়, মাঠে বা পুকুর ঘাটে দাঁড়িয়ে দুপুরের মিড ডে মিল খেতে হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে পড়ুয়ারা বেশ অসন্তুষ্ট। একই রকমের ক্ষুব্ধ শিক্ষকরাও। তাঁরা সকলেই চান, স্কুলে দ্রুত গড়ে উঠুক পরিকাঠামো।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলে নেই হলঘর, শীত-গ্রীষ্ম-বর্ষা মাঠে, ঘাটে বসে মিড মে মিল খেতে হয় পড়ুয়াদের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement