স্কুলে নেই হলঘর, শীত-গ্রীষ্ম-বর্ষা মাঠে, ঘাটে বসে মিড মে মিল খেতে হয় পড়ুয়াদের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
স্কুল বিল্ডিং ঘিরে কোনও প্রাচীর নেই। আমফানের পর বেশ কয়েকটি ঘরের ছাদ উড়ে গিয়েছে। সেগুলি সংস্কারের ব্যাপারেও কোনও উদ্যোগ নেই।
#পূর্বনৈছনপুর: শীত-গ্রীষ্ম-বর্ষা। গাছতলাই ভরসা। স্কুলে কোনও হলঘর নেই। তাই গাছতলায় দাঁড়িয়ে, বসে মিড ডে মিলের খাবার খায় স্কুল পড়ুয়ারা! ময়না এলাকার পুর্ব নৈছনপুর হাই স্কুলের ঘটনা।
যেখানে সুবিশাল স্কুল বিল্ডিং আছে। কিন্তু নেই মিড ডে মিলের জন্য কোনও ডাইনিং রুম। অগত্যা স্কুল মাঠে, গাছ তলায়, পুকুর ঘাটে দাঁড়িয়েই খেতে হয় খাবার।
advertisement
পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পূর্বনৈছনপুর হাইস্কুল। জেলার স্কুলগুলি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের রেজাল্টে রাজ্যে ভাল জায়গা দখলের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। কিন্তু পরিকাঠামোগত উন্নয়নে অনেক পিছনে রয়েছে জেলার বহু স্কুলই। সে রকমই এক স্কুল ময়নার পুর্ব নৈছনপুর হাই স্কুল। ময়না থেকে নরঘাট রূপনারায়ণ নদ বরাবর পাকা রাস্তার ধারেই পূর্ব নৈছপুরে কয়েক বিঘা জমির ওপর এই স্কুলটির অবস্থান।
advertisement
স্কুল বিল্ডিং ঘিরে কোনও প্রাচীর নেই। আমফানের পর বেশ কয়েকটি ঘরের ছাদ উড়ে গিয়েছে। সেগুলি সংস্কারের ব্যাপারেও কোনও উদ্যোগ নেই। করোনা আবহ কাটিয়ে ছাত্রছাত্রীরা স্কুলেও ফিরছে। স্কুলের ডাইনিং রুম না থাকায় সেই গাছ তলায়, মাঠে বা পুকুর ঘাটে দাঁড়িয়ে দুপুরের মিড ডে মিল খেতে হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে পড়ুয়ারা বেশ অসন্তুষ্ট। একই রকমের ক্ষুব্ধ শিক্ষকরাও। তাঁরা সকলেই চান, স্কুলে দ্রুত গড়ে উঠুক পরিকাঠামো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2022 4:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলে নেই হলঘর, শীত-গ্রীষ্ম-বর্ষা মাঠে, ঘাটে বসে মিড মে মিল খেতে হয় পড়ুয়াদের