নর্দমা মিশেছে রাস্তায়, বাড়ছে ডেঙ্গির আতঙ্ক, পানাগড়ে চরম দুর্গতি পড়ুয়াদের

Last Updated:

প্রায় তিন মাস ধরে রাস্তাটি চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে, দুর্গতির শিকার হতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় মানুষকে। 

+
বিদ্যালয়ের

বিদ্যালয়ের সামনে খানাখন্দে ভর্তি রাস্তা। 

#পানাগড়, পশ্চিম বর্ধমান :দীর্ঘদিন ধরে বেহাল পানাগড় রাইসমিল রোড সংলগ্ন পূর্ব পাড়া হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা। চারপাশের নিকাশি নালা সাফাই না হওয়ায় নিকাশি নালার জল রাস্তার ওপরে জমে যায়। তার উপর রাস্তার বেহাল দশার জন্য অল্প বৃষ্টিতেও জল থৈথৈ অবস্থা।  খানাখন্দে ভর্তি এই রাস্তায় যাতায়াত করতে যেমন সাধারণ মানুষের চরম অসুবিধা হচ্ছে, তেমনভাবেই ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল পড়ুয়া এবং শিক্ষকদের। অন্যদিকে, রাস্তায় জল জমে থাকার কারণে এলাকায় বাড়ছে মশার উপদ্রব। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির আতঙ্ক।
স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন মাস ধরে রাস্তাটি চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যার কারণে দুর্গতির শিকার হতে হচ্ছে ছোট ছোট স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় মানুষকে। এই নিয়ে পঞ্চায়েত এবং ব্লক স্তরে রাস্তাটি মেরামতের আবেদন জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই সমস্যার কোনও সুরাহা মেলেনি। স্থানীয়রা বলছেন, এমনিতেই এই সময় বিভিন্ন জায়গায় মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। কোথাও জল জমিয়ে রাখতে নিষেধ করা হচ্ছে। অথচ রাস্তায় বৃষ্টির জল, নর্দমার পচা জল জমে রয়েছে। যেখানে জন্ম নিচ্ছে মশা। ফলে এলাকায় মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছেন। পাশাপাশি রয়েছে দুর্গন্ধ। তাছাড়াও মশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণে ডেঙ্গির আতঙ্ক গ্রাস করছে সাধারণ মানুষকে। আবার এই খানাখন্দে ভর্তির রাস্তা দিয়ে প্রতিদিন কাদা, নোংরা জল টপকে বিদ্যালয় যেতে হচ্ছে পড়ুয়াদের। যার ফলে তাদের অসুবিধা এবং ছোটখাটো দুর্ঘটনা হচ্ছে প্রায়শই।
advertisement
Nayan Ghosh
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নর্দমা মিশেছে রাস্তায়, বাড়ছে ডেঙ্গির আতঙ্ক, পানাগড়ে চরম দুর্গতি পড়ুয়াদের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement