Bangla News|| ২ দিন ধরে নিখোঁজ ছিল মাধ্যমিক পরীক্ষার্থী মেধাবী ছাত্র, আজ সকালে পরিণতি হল মারাত্বক...

Last Updated:

Student missing for last 2 days found dead in Sodepur: সোদপুর গান্ধীনগরের বাসিন্দা আর্য ৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে তার দেহ পুকুরে ভাসতে দেখে বাসিন্দারা খবর দেন পুলিশে।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#সোদপুর: দু'দিন ধরে নিখোঁজ মেধাবী ছাত্র এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী আর্য দাসের (১৫) দেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার হল বাড়ির পাশের একটি পুকুর থেকে। সোদপুর গান্ধীনগরের বাসিন্দা আর্য ৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে তার দেহ পুকুরে ভাসতে দেখে বাসিন্দারা খবর দেন পুলিশে। খড়দহ থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের মা সোমা দাস ও দিদি অহমিকা দাস আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে তাদের পরিবারেরই জেঠু, জেঠিমা-সহ কয়েকজন সদস্যদের বিরুদ্ধে। ১১ বছর আগে মারা গিয়েছেন আর্যর বাবা।
অভিযোগ, তার বাবার মৃত্যুর পর বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আর্যর মায়ের ওপর চাপ সৃষ্টি করত তাঁর জ্যেঠু, জেঠিমা-সহ পরিবারের কয়েকজন সদস্য। এমনকি মারধরও করত। আর্যর মায়ের অভিযোগ, গত ২১ ডিসেম্বর ছেলের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরদিন ২২ ডিসেম্বর ফের তাকে তার পরিবারের সদস্যদের দ্বারা হেনস্থা হতে হয়। দূরে দাঁড়িয়ে পুরো বিষয়টি প্রত্যক্ষ করে ছেলে। তারপর থেকে ও কেমন ছটফট করছিল। অনেক বোঝানোও হয় ছেলেকে। কিন্তু পরে আচমকা ও বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় এবং পরে ওর দেহ উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুন: সেরার সেরা বীরভূম! জেলাশাসক নিজেই মাটি কাটলেন কোদাল দিয়ে,  কিন্তু কেন?
আর্য'র মায়ের বক্তব্য, 'আমার অপমান সহ্য করতে না পেরে ছেলে আত্মহত্যা করেছে এবং তারজন্য ওঁর জ্যেঠু, জেঠিমা-সহ পরিবারের কয়েকজন সদস্য দায়ী। এ দিকে এ দিন আর্যর দেহ উদ্ধারের পর ফের ঘরে ঢুকে আর্য'র মা কে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকি মারধরও করা হয়। তাতে প্রতিবেশী এক নাবালিকা আহত হয়েছে। খড়দহ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
Arun Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| ২ দিন ধরে নিখোঁজ ছিল মাধ্যমিক পরীক্ষার্থী মেধাবী ছাত্র, আজ সকালে পরিণতি হল মারাত্বক...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement