ফুটবল খেলতে গিয়ে ছাত্র, আর ফিরল না ঘরে! রঘুনাথগঞ্জে মর্মান্তিক ঘটনা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Raghunathgunj- জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সেখালিপুর এলাকাই বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেল এক বালক।
মুর্শিদাবাদ: বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ঘটে গেল বিপত্তি। দীর্ঘ ২৪ ঘন্টার কাছাকাছি হতে চললেও এখনও নিখোঁজ এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।
জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সেখালিপুর এলাকাই বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেল এক বালক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গিয়েছে, রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের শেখালিপুর পদ্মার চড়ে চার বন্ধু একসঙ্গে ফুটবল খেলছিল। সেই সময় ফুটবল জলে পড়ে গেলে ফুটবল আনতে নামে দুই বন্ধু পদ্মা নদীতে। দুই বন্ধুই পদ্মা নদীতে ডুবতে থাকে।
advertisement
বিএসএফ ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে এক বালককে উদ্ধার করতে পারলেও তলিয়ে যায় অপর বালক ওহিদুল শেখ, যার বয়স ১৫ বছর। আগামী বছর ওহিদুল কাটাখালি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তার বাড়ি কেষ্টশাইল এলাকায় বলে জানা যাচ্ছে পুলিশ সূত্র।
advertisement
আরও পড়ুন- টানা দুর্যোগের পর রোদ…চড়চড়িয়ে বাড়ছে পারদ! ফের ঝড়বৃষ্টি হবে কী? তোলপাড় করা আবহাওয়া
ঘটনার পর সোমবার বিকাল থেকেই বালকের খোঁজ চালাচ্ছে এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকাল পেরিয়ে গেলেও এখনও বালকের সন্ধান পাওয়া যায়নি। পদ্মা নদীতে ডুবুরি নামানো হয়েছে ঠিক তেমনই বিএসএফ স্পিডবোর্ড নামিয়ে তল্লাশি চালাচ্ছে বলেই জানা গিয়েছে।
advertisement
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, পদ্মা নদীতে জলের স্রোতে তলিয়ে গিয়েছে ওহিদুল। তবে দীর্ঘ চব্বিশ ঘন্টার কাছাকাছি হতে চললেও এখনও পর্যন্ত নিখোঁজ সে। অন্যদিকে অপর বালক যে উদ্ধার হয়েছে সে এখনও ঘটনার কথা মনে করলেই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছেন। এই ঘটনার জেরে গ্রামে ও পরিবারে কান্নার রোল দেখা দিয়েছে।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 6:37 PM IST