Wedding: বিয়ে করতে মুম্বই থেকে গুয়াহাটি! লাস্ট ট্রেন মিস করলেন বর...! ভেস্তেই যেত বিয়ে, তার পর?
- Reported by:RAKESH MAITY
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Strange Wedding: মুম্বাই থেকে গুয়াহাটি যাওয়া বরযাত্রীদের বিয়ের অনুষ্ঠানে যুক্তিতে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়াল ভারতীয় রেল। দেখুন কাণ্ড!
হাওড়া: বর ট্রেন মিস করলেও রেলের কর্মকর্তাদের সহযোগিতায় কনের বাড়িতে পৌঁছালেন! মুম্বই থেকে গুয়াহাটি যাওয়া বরযাত্রী হাওড়ার কাছে এসে সমস্যা মুখে পড়েন। যখন তারা হাওড়া থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ছিল। তখন বরযাত্রীর প্রধান বুঝতে পেরেছিলেন যে বিয়ের অনুষ্ঠানে যাওয়া অসম্ভব প্রায়। সমস্যা হয় বরযাত্রীতে সঙ্গে থাকা বয়স্ক এবং শিশুদের নিয়ে।
আরও পড়ুন- ভুলেও ছোঁবেন না ফুলকপি, যদি থাকে ‘এই’ রোগ! আপনিও কি সেই দলে? বিপদ ডাকছেন না তো?
যাদের পক্ষে এক প্লাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়া ও অন্য ট্রেন ধরতে সমস্যার মুখে পড়তে হয়। এমন পরিস্থিতিতে বর যাত্রীর প্রধান চন্দ্রশেখর বাগ যোগাযোগ করেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হাওড়া এবং সিনিয়র ডিসিএম হাওড়ার সঙ্গে। তিনি সাহায্যের আবেদন করেন। এই ক্ষেত্রে উভয় আধিকারিক হাওড়া স্টেশনে তাদের কর্মরত কর্মচারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেন। তারপর গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছনোর সঙ্গে সঙ্গে রেলের কর্মচারী এবং আধিকারিকরা মিলে একটি বিশেষ করিডোর তৈরি করেছিলেন।
advertisement
আরও পড়ুন- বাবা-ছেলের বিলাসবহুল জীবন দেখে মাথা ঘুরে যেত সবার! এবার ফাঁস তাদের ‘গোপন’ রোজগার…!
অল্প সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নং ২১ নতুন কমপ্লেক্স থেকে প্ল্যাটফর্ম নং ৯ ওল্ড কমপ্লেক্সে পৌঁছাতে বর যাত্রীদের সাহায্য করেন। তাঁদের বয়স্ক সদস্যদের জন্য চারটি ব্যাটারি চালিত গাড়ি ও হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়। বিয়ের অনুষ্ঠানে সহায়তায় নিয়োজিত ছিলেন এক ডজনেরও বেশি রেলকর্মী। রেলস্টেশনে বিশেষ ব্যবস্থার কারণে বিয়ের অনুষ্ঠানে সকল সদস্য 12345 সরাইঘাট এক্সপ্রেস ধরতে সফল হয়। যথাসময়ে কনের বাড়িতে পৌঁছে যায়। বিয়ের অনুষ্ঠানে তারা পৌঁছতে পেরে, সবশেষে বর যাত্রীদের প্রধান চন্দ্রশেখর বাগ টুইটারে রেলমন্ত্রী, রেলের আধিকারিক ও কর্মচারীদের ধন্যবাদ জানান বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 16, 2024 12:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wedding: বিয়ে করতে মুম্বই থেকে গুয়াহাটি! লাস্ট ট্রেন মিস করলেন বর...! ভেস্তেই যেত বিয়ে, তার পর?







