Hooghly News: চাষ করেছিলেন গোল আলু! মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে আদার মত লম্বা লম্বা! দেখেই মাথাই হাত চাষিদের

Last Updated:

আলুর আকৃতি অদ্ভূত রকমের ! খোঁজ নিতে কৃষি দফতরের আধিকারিকরা!

+
আলু

আলু

হুগলি: হুগলি জেলা জুড়ে পুরোদমে শুরু হয়েছে আলু তোলার কাজ। অন্যান্য বারের থেকে এবছরে হুগলি জেলায় আলুর ফলন ভালই হয়েছে বলে মত চাষিদের। একে দাম নেই তার উপরে মরার উপর খাড়ার ঘা। হুগলির বৈঁচিগ্রামের উত্তরপাড়ায় জমিতে আলু তুলতে গিয়ে চাষিরা দেখেন অদ্ভুত আকৃতির সব আলুর ফলন হয়েছে। গোল আলুর পরিবর্তে আলুর ফলন হয়েছে লম্বাটে আদার মত। ফাটা আলুও দেখা যাচ্ছে। আর তাতেই মাথায় হাত পড়েছে ওই এলাকার বেশ কয়েকজন চাষির। যার ফলে উৎপাদিত আলু বিক্রি করতে পারবেন না বলেই জানাচ্ছেন চাষিরা। এমনকি এই আলু খেতেও ভাল না।
অনেকেই অন্যের জমি ভাগে চাষ করেছেন, আলু তুলতে গিয়ে দেখেন এই ধরনের অদ্ভুত আকৃতির আলুর ফলন হয়েছে জমিতে। এ বার চাষ করতে অনেক টাকা খরচ হয়েছে। বিঘে প্রতি ৩০ হাজার বেশি খরচ হয়েছে। আলু বিক্রি না হলে তাই কীভাবে টাকা উঠবে বুঝে উঠতে পারছেন না। আরামবাগের কিছু এলাকায় এমন ফলন হয়েছিল।
advertisement
advertisement
ঝুমা কিসকু নামে এক ভাগচাষি বলেন, “পাঞ্জাবের আলুবিজ কিনে চাষ করেছিলাম। আলু তোলার সময় গিয়ে দেখি জমির বেশিরভাগ আলু লম্বা আকৃতির হয়েছে। আবার অল্প গোল আলু হয়েছে। ভাগ চাষ করেছিলাম কীভাবে আলু দেব বা কীভাবে খরচা উঠবে তাই বুঝতে পারছিনা। তবে আমাদের অনুমান আলুর বীজে কোনো সমস্যা ছিল। যার কারণে এরকম ফলন হয়েছে। আগেও আলু চাষ করেছি এমন কোনদিনও হয়নি। এভাবে ঠকে যাব ভাবতেই পারছিনা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অপর এক চাষি গঙ্গামনি সরেন বলেন, “আলু তুলতে এসে দেখি লম্বা লম্বা আলু হয়েছে, তার ওপর ফলন কম হয়েছে কেন এমন হয়েছে বুঝতে পারছি না। ১৭০০ টাকা বস্তা বীজ কিনে চাষ করেছিলাম। আমরা জানি আলু গোল হয় কিন্তু লম্বা হবে তা ভাবতে পারিনি। যখন বীজ কিনেছিলাম তখন ভাল বীজ ছিল। ছোট বীজ দেখতেও ভাল ছিল। সার, ওষুধ, ইউরিয়া সব ব্যবহার করেছিলাম তাতেও আলুর ফল এমন হয়েছে।”
advertisement
কৃষি দফতরের অ্যাডিশনাল ডিরেক্টর হেডকোয়ার্টার শরদিন্দু পাল জানান, “আলু সাধারণত যেমন মাপের হয় এখানে সেটা হয়নি। কেন হয়নি সেটা তদন্ত করে দেখতে হবে। অনেক সময় রোগ পোকার আক্রমণে হয়। আলু গাছের খাদ্যের অভাবের জন্য হতে পারে। ঠিক কি কারণে সেটা দেখা হচ্ছে।”
রাহী হালদার 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: চাষ করেছিলেন গোল আলু! মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে আদার মত লম্বা লম্বা! দেখেই মাথাই হাত চাষিদের
Next Article
advertisement
Bankura News: মুম্বই পৌঁছেই দুঃস্বপ্ন! উধাও তিনটি লাগেজ, দুশ্চিন্তায় আমেরিকা ফেরত বাঁকুড়ার শিক্ষিকা
মুম্বই পৌঁছেই দুঃস্বপ্ন! উধাও তিনটি লাগেজ, দুশ্চিন্তায় আমেরিকা ফেরত বাঁকুড়ার শিক্ষিকা
  • আমেরিকা থেকে ভারতে ফেরার পথে খোয়া গেল মালপত্র!

  • চরম উদ্বেগে বাঁকুড়ার শিক্ষিকা৷

  • এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ৷

VIEW MORE
advertisement
advertisement