West Medinipur News: এখানে এলে মিলবে পাথরের ডিনার সেট, কিনতে হলে আসুন এখানে 

Last Updated:

পাথরে তৈরি হয় থালা বাটি গেলাস, জানেন কোথায়?

+
পাথরে

পাথরে বানানো জিনিস বিক্রি করছেন শিল্পীরা

ঝাড়গ্রাম: গ্রামের চারপাশে ছোট বড় পাহাড়, গভীর জঙ্গল। একদিনের ছুটিতে ঘুরে দেখার অনন্য জায়গা জঙ্গলমহলের এই গ্রাম। তবে এই গ্রামে এলেই মিলবে ডিনার সেট থেকে পুজোর নানান উপকরণ, যদিও সেসব পাথরেরই তৈরি। লাল, কালো পাথর কেটে বানাচ্ছেন থালা, বাটি,ঘটি, হটপট, গ্লাস কিংবা পুজোর জন্য ধূপদানি, প্রদীপ, ক্যান্ডেল হোল্ডার সহ নানান জিনিস। এক সময় গ্রামের অধিকাংশ পরিবার এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানের যুব প্রজন্ম মুখ ফিরিয়েছে এই পাথর শিল্প থেকে। কোনওভাবে জন চারেক মানুষ টিকিয়ে রেখেছেন তাদের এই পেশাকে। জঙ্গলমহল ঝাড়গ্রামের বেলপাহাড়ির ঢাঙ্গিকুসুম এলাকায় এলে দেখা মিলবে পাথরের কারিগরদের। যারা পাথর কেটে বানিয়ে তুলছেন একাধিক গৃহস্থলীর উপাদান ও পুজোর উপাদান।
পশ্চিমবঙ্গের এক প্রান্তে জঙ্গলমহলের গ্রাম ঢাঙ্গিকুসুম। মূলত অখ্যাত এই গ্রাম বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে। এলাকার অধিবাসীদের প্রাচীন জীবিকা ছিল পাথর শিল্প। গভীর জঙ্গলে গিয়ে পাহাড় থেকে পাথর সংগ্রহ করে এনে নানান জিনিস বানিয়ে এদিক ওদিক বিক্রি করা ছিল রুটি রুজির উৎস। তবে কালের নিয়মে ফাইবার, প্লাস্টিকের যুগে ব্যবহার কমেছে পাথরের থালা-বাটির। গোটা গ্রাম জুড়ে সকলে এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান প্রজন্ম মুখ ফিরিয়েছে। তবে এখনও পূর্বপুরুষদের সেই পেশা টিকিয়ে রেখেছেন হাতেগোনা কয়েকজন। সারা বছর বিক্রি তথৈবচ অবস্থায় থাকলেও বছরে নির্দিষ্ট সময়ে পর্যটন মরশুমে সামান্য বিক্রি হয়।
advertisement
advertisement
কীভাবে বানানো হয়, এই পাথরের নানান জিনিস? প্রথমে গভীর জঙ্গলে গিয়ে সেখানে পাথর কাটা হয়, এরপর সেই পাথর নিয়ে আসা হয়। সেই পাথরকে কেটে বিভিন্ন রূপ দেওয়া হয়। পরে তা পালিশ করে বানানো হয় ডিনার সেট কিংবা পুজোর নানান উপকরণ। স্বাভাবিকভাবে যে পরিমাণ কষ্ট হয়, সে অর্থে মেলে না টাকা। তবুও পর্যটনের কয়েক মাসের এই মরশুমে বিক্রি হয়। হাতেগোনা কয়েকটি পরিবার টিকিয়ে রেখেছেন পাথর শিল্পকে।
advertisement
থালা-বাটি-গ্লাস, পুজোর সামগ্রী মিলিয়ে প্রায় পঞ্চাশ ধরনের নানান জিনিস রয়েছে তাদের কাছে। ঘুরতে আসা পর্যটকেরা কিনছেন সেই সকল জিনিস। দাম রয়েছে ৪০ থেকে ২-৩ হাজার পর্যন্ত।
আরও খবর পড়তে ফলো করুন
দাম দিয়ে কিনছেন পর্যটকেরা তবে সেই বিক্রি হাতে গোনা কয়েক মাস।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এখানে এলে মিলবে পাথরের ডিনার সেট, কিনতে হলে আসুন এখানে 
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement