West Medinipur News: ভারী বুটের শব্দের জঙ্গলমহলে এবার প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, জেলায় সাজ সাজ রব

Last Updated:

West Medinipur News: এবার গুরু দায়িত্ব নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম প্রাথমিক বিদ্যালয়ের রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে।

রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা 
রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা 
পশ্চিম মেদিনীপুর: এবার গুরু দায়িত্ব নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম প্রাথমিক বিদ্যালয়ের রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে। অবিভক্ত মেদিনীপুরে প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য ক্রীড়া আয়োজিত হলেও এই প্রথমবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনী স্টেডিয়ামে আয়োজিত হবে গোটা রাজ্যেরে সেরা প্রতিযোগিতা নিয়ে রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। যেখানে গোটা রাজ্যের ২৩ টি জেলার সেরার সেরা খেলোয়াড়রা অংশ নেবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।যেই জঙ্গলমহলে এক কালে ভারী বুটের শব্দ ছিল সেই জঙ্গলমহলের প্রত্যন্ত ব্লকের শালবনি স্টেডিয়ামে এখন সাজসাজরব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের সব জেলার সেরা প্রতিযোগীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে শুক্র ও শনিবার।
এর আগে, কখনও উত্তরবঙ্গে আবার কখনও কলকাতা সংলগ্ন এলাকায় আয়োজিত হয়েছে রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবার প্রত্যন্ত জঙ্গলমহলের উপর ভরসা রেখেছে প্রাথমিক শিক্ষা সংসদ। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়োজনে জঙ্গলমহলে এই প্রথমবার আয়োজিত হয়ে চলেছে এই ৪০ তম রাজ্যস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২৩টা জেলার সেরার সেরা প্রতিযোগীরা অংশ নেবে। রাণী শিরোমণির গড়কে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
জানা গিয়েছে, ৩৪টি বিভাগে মোট ৮৭০ জন প্রতিযোগী অংশ নিতে চলেছে। শিক্ষক তথা আয়োজক কমিটির অন্যতম সদস্য অখিলবন্ধু মহাপাত্র জানান, “এমন ধরনের এক সম্মানজনক প্রতিযোগিতা আয়োজন হতে চলেছে মেদিনীপুরে। গোটা মেদিনীপুর এবং ক্রীড়া জগতের জন্য অত্যন্ত আনন্দের খবর। গোটা জেলার মানুষের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারা প্রস্তুত,এই ক্রীড়াকে আরও সাফল্যমন্ডিত করে তোলার জন্য। প্রত্যন্ত জঙ্গলমহলে এমন আয়োজনে শিক্ষামন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো।”
advertisement
advertisement
শুক্রবার ও শনিবার জেলার শালবনী নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। থাকবেন জেলার একাধিক উচ্চ পদস্থ আধিকারিকেরা। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ থাকে ১৯৮৮ তে অবিভক্ত মেদিনীপুর জেলায় প্রথম রাজ্য স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০০৮ এ অবিভক্ত পশ্চিম মেদিনীপুরে রাজ্য স্তরীয় ক্রীড়ার আয়োজন হলেও সর্বশেষ বিভাজিত পশ্চিম মেদিনীপুরে এটাই প্রথম রাজ্য স্তরীয় ক্রীড়া।থাকবেন রাজ্যের সেচমন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া, সাংসদ জুন মালিয়া, সাংসদ দেব সহ বহু বিশিষ্ট জন। সাজসজ্জায় রয়েছে মেদিনীপুরের ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ভারী বুটের শব্দের জঙ্গলমহলে এবার প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, জেলায় সাজ সাজ রব
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement