#Egiye Bangla: আর রাজ্যের বাইরে নয়, কর্মস্থানের দিশা দেখাচ্ছে নতুন আইটি পার্ক

Last Updated:

পিছিয়ে পড়া জেলার তকমা কাটিয়েছে বাঁকুড়া। রাজ্য সরকারের উদ্যোগে ধীরে ধীরে উন্নত জেলাগুলির তালিকায় জায়গা করে নিচ্ছে। সেই উন্নয়নের একটি ধাপই বড়জোড়া আইটি পার্ক।

#বাঁকুড়া: রাজ্য সরকারের উদ্যোগে বাঁকুড়ায় তৈরি হয়েছে আইটি পার্ক। তৈরি হয়েছে কর্ম সংস্থানের সুযোগ। উচ্চমাধ্যমিকে বাঁকুড়া জেলার ছাত্রছাত্রীরা ভাল ফল করেন। এরপর তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা শেষে চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে তথ্য প্রযুক্তি নিয়ে চাকরি করতে যান। তবে ছবিটা বদলেছে। বড়জোড়ার আইটি পার্ক নতুন করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে।
বাঁকুড়া জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল বরাবরাই ভাল হয়। তবে ছাত্রছাত্রীরা যতই চমক দিক না কেন, তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে বেশিরভাগই চলে যান বাইরে। কয়েকজন বাঁকুড়া জেলাতেই তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করেন। তবে পড়াশোনা শেষে কাজের খোঁজে যেতে হয় চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে। তবে রাজ্য সরকারের উদ্যোগে সেই ছবিটাই বদলাচ্ছে। বড়জোড়ায় তৈরি হয়েছে আইটি পার্ক। এই আইটি পার্ক নতুন করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে। পিছিয়ে পড়া জেলার তকমা কাটিয়েছে বাঁকুড়া। রাজ্য সরকারের উদ্যোগে ধীরে ধীরে উন্নত জেলাগুলির তালিকায় জায়গা করে নিচ্ছে। সেই উন্নয়নের একটি ধাপই বড়জোড়া আইটি পার্ক।
advertisement
বড়জোড়ায় আইটি পার্ক
advertisement
------------------------
- ২০১৫ সালে রাজ্যের প্রযুক্তি ও কারিগরি দফতরের উদ্যোগে বাঁকুড়ার বড়জোড়ায় তৈরি হয় আইটি পার্ক
- আধুনিক এই আইটি পার্ক পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সরকারি সংস্থা ওয়েবল-কে
প্রথমে এই আইটি পার্কে বিনিয়োগ আনতে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি কিছুটা দ্বিধায় ছিল। তবে ধীরে ধীরে এই পার্কের উন্নত, আধুনিক ও ঝাঁ চকচকে পরিকাঠামো দেখে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি বিনিয়োগ করেছে। এমনকী একাধিক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থাও বিনিয়োগ করেছে ৷ সব মিলিয়ে আপাতত এই আইটি পার্কই তথ্য প্রযুক্তিতে শিক্ষিত নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছে কর্মসংস্থানের দিশা । যে ভাবে বিনিয়োগ আসছে তাতে আগামীদিনে এই আইটি পার্কে আরও বেশি কর্মসংস্থান হবে বলে আশা ওয়েবল এর ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#Egiye Bangla: আর রাজ্যের বাইরে নয়, কর্মস্থানের দিশা দেখাচ্ছে নতুন আইটি পার্ক
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement