Purba Bardhaman News: সরকারের এক পদক্ষেপে হাসি ফুটল চাষিদের মুখে, মিলল ৫ গুণ ফসলের দাম
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
চাষিদের কথা ভেবে তাদের পাশে দাঁড়াল রাজ্য সরকার
পূর্ব বর্ধমান: আমদানি বেশি হওয়ার কারণে এবং পাইকার না আসার জন্য কম দামে বিক্রি হচ্ছিল ফুলকপি। ফুলকপির দাম না মেলায় বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল চাষিদের। পরিশ্রম করে, অধিক অর্থ ব্যয় করে চাষ করা ফুলকপি মাত্র এক টাকাতেই চাষিদের বিক্রি করতে হচ্ছিল। আবার এক টাকাতেও সব ফুলকপি বিক্রি হয়নি অনেক চাষির। সেকারণে একাধিক চাষি ফুলকপি গরুকেও খাইয়ে দিয়েছেন। সকল চাষি এই পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। তাই এবার চাষিদের কথা ভেবে তাদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক ব্লকের কৃষক বাজারে মঙ্গলবার, সহায়ক মূল্যে চাষিদের থেকে ফুলকপি সহ বিভিন্ন সবজি কেনা হল।
এক টাকা দামে যে ফুলকপি বিক্রি হচ্ছিল সেই ফুলকপি কেনা হল পাঁচ টাকা দামে। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় চাষিদের কথা ভাবার জন্য। চাষিরা যখন সবজির দাম পাচ্ছিল না তখন সরকার তাদের পাশে দাঁড়িয়ে পাঁচ টাকা মূল্যে সবজি কিনল। এটা রাজ্য সরকারের খুব বড় একটা উদ্যোগ। তবে শুধু ফুলকপি নয়, পেঁয়াজকলি, বেগুন সহ আরও বিভিন্ন সবজি কেনা হয়েছে। এদিন চাষিদের থেকে ১১০০ পিস ফুলকপি কেনা হয়েছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত কয়েকদিন ধরেই এক টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছিল ফুলকপি। ব্যাপক লোকসানের মুখে পড়েছিলেন চাষিরা। তবে এবার রাজ্য সরকারের উদ্যোগে সরকারি সহায়ক মূল্যে পাঁচ টাকা দরে ফুলকপি কেনার কাজ শুরু হল। মঙ্গলবার সকালে পূর্বস্থলীর নিমতলার কিষাণ মান্ডিতে ২০০০ পিস ফুলকপি কেনার টার্গেট নিয়ে সকাল সকালই হাজির হয়ে যান ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার সুদীপ পাল সহ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তারপর সহায়ক মূল্যে চাষিদের কাছে সবজি কেনা শুরু হয়। রাজ্য সরকারের এহেন উদ্যোগে চাষিরাও অনেক খুশি হয়েছেন। এই প্রসঙ্গে বিশ্বনাথ কোলে নামের এক চাষি বলেন, “ফুলকপি এক টাকা থেকে দুই টাকা দামে বিক্রি হচ্ছিল। আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এখানে আমি পাঁচ টাকা দামে ফুলকপি বিক্রি করে অনেকটাই লাভবান হয়েছি। রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।”
advertisement
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সবজি চাষের জন্য ভাল খ্যাতি রয়েছে। এখানকার সবজি বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়। তবে কিছুদিন ধরে পাইকার না আসার কারণে চাষিরা সবজির দাম পাচ্ছিলেন না। মাত্র এক টাকায় বিক্রি হচ্ছিল ফুলকপি। তবে এবার চাষিদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। সহায়ক মূল্যে চাষিদের বিভিন্ন সবজি ক্রয় করা হল রাজ্য সরকারের তরফে। চাষিরাও সবজি বিক্রি করতে পেরে অনেকটাই খুশি হয়েছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 4:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: সরকারের এক পদক্ষেপে হাসি ফুটল চাষিদের মুখে, মিলল ৫ গুণ ফসলের দাম