Deserted Village: পথের ধারে সারি সারি ঘর-বাড়ি-মন্দির আজ শূন্য! সাজানো অথচ জনহীন গ্রাম যেন হাঁ করে গ্রাস করতে আসছে! কারণ জানলে থ’ হয়ে যাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Deserted Village:কী এমন ঘটেছিল এই গ্রামে, যার জন্য গ্রাম ছাড়তে বাধ্য হলেন গ্রামের সকল পরিবার। জানলে হয়ত চমকে যাবেন সকলেই!
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান, মঙ্গলকোট: মন্দির আছে, কিন্তু মন্দিরে বিগ্রহ নেই! আবার বাড়ি আছে কিন্তু কোনও মানুষ নেই বর্ধমানের এই গ্রামে। বর্তমানে একেবারে জনশূন্য হয়ে রয়েছে বর্ধমানের এই গ্রাম। পূর্ব বর্ধমানের এই গ্রামেই একসময় ছিল হাজারের বেশি পরিবারের বসবাস। গ্রামের মধ্যেই ছিল বড় খেলার মাঠ, বিদ্যালয়, মন্দির সবকিছু। ছবির মত সুন্দর ভাবে সাজানো ছিল গ্রামটি। তবে আজ এই গ্রামে আর কোনও মানুষ বসবাস করেন না। বড় বড় বাড়ি, মন্দিরের ধ্বংসাবশেষ আজও রয়ে গিয়েছে গ্রামের মধ্যে। বহু মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে এই গ্রামের সঙ্গে। তবে এরকম হওয়ার কারণ কী ? কী এমন ঘটেছিল এই গ্রামে, যার জন্য গ্রাম ছাড়তে বাধ্য হলেন গ্রামের সকল পরিবার। জানলে হয়ত চমকে যাবেন সকলেই!
পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের অন্তর্গত এই গ্রামের নাম ছিল খেড়ুয়া। মঙ্গলকোটের পুরানো খেড়ুয়া বা খেড়ুয়া গ্রাম একসময় জমজমাট ছিল। গ্রামটি ছিল ছবির মতো সাজানো। গ্রামে ছিল খেলার মাঠ, চাষের জমি, পুকুর, মন্দির, বসত বাড়ি সবকিছুই। একসময় বিভিন্ন পুজোতেও মেতে উঠতেন গ্রামবাসীরা। কিন্তু সেই সব কিছুই আজ স্মৃতির পাতায়। এই প্রসঙ্গে খেড়ুয়া বা বর্তমানে নতুন খেড়ুয়া গ্রামের বাসিন্দা দেবকুমার ধারা জানিয়েছেন, “নদী ভাঙনের কারণে সকলকে গ্রাম ছাড়তে হয়েছে। আশ্রয় হারিয়ে খুঁজে নিতে হয়েছে নতুন জায়গা। প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রামের অনেক প্রাচীন ঐতিহ্য নষ্ট হয়ে গিয়েছে।”
advertisement
আরও পড়ুন : তিস্তাপারের শহর থেকে কুমেরুতে! অ্যান্টার্কটিকায় ৪০০ দিন কাটালেন তরুণ বাঙালি ভূবিজ্ঞানী
সবুজ ঘাসের মাঝখান দিয়ে চলে গিয়েছে গ্রামের পথ। গ্রামে এখনও রয়েছে কৃষকদের জমি, বয়ে যাওয়া বাতাসের মধ্যে রয়েছে সবুজের গন্ধ। গ্রামের পাশ দিয়ে হালকা শব্দে আপন খেয়ালে বয়ে চলেছে অজয় নদ। এই গ্রামে আজও আছে পাকা বাড়ি, রাধামাধবের মন্দির। কিন্তু এই গ্রাম এখনও পড়ে রয়েছে জনমানবহীন হয়ে। বাড়ি ঘর থাকলেও আজ আর দেখা পাওয়া যায়না মানুষের । অজয় নদের ভাঙনের কারণে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন সকল গ্রামবাসী। বহু মানুষের প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে। বাধ্য হয়ে বাড়ি ঘর হারিয়ে বেশ কিছুটা দূরে নতুন করে সংসার পাততে হয়েছে সকলকেই। পরবর্তীতে সেখানেই তৈরি হয় নতুন খেড়ুয়া গ্রাম বা খেড়ুয়া গ্রাম। তবে পুরানো খেড়ুয়া গ্রামের সঙ্গে আগেকার বাসিন্দাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সন্তু ঘোষ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমার জন্ম নতুন খেড়ুয়া গ্রামেই। তবে বাবা কাকাদের কাছে শুনেছি এই গ্রামে সবকিছুই ছিল। এখনও এই গ্রামের জন্য মন খারাপ করে। পরিবারের স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে।” গ্রামের মন্দির,বাড়ি এখন সবই জঙ্গলে ঢাকা। দূর থেকে দেখলে বোঝাই যাবে না যে এই জায়গায় আগে আস্ত একটা গ্রাম ছিল। শুধুমাত্র ভাঙনের কারণে হারিয়ে গিয়েছে একটা সম্পূর্ণ সাজানো গ্রাম।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2025 12:25 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Deserted Village: পথের ধারে সারি সারি ঘর-বাড়ি-মন্দির আজ শূন্য! সাজানো অথচ জনহীন গ্রাম যেন হাঁ করে গ্রাস করতে আসছে! কারণ জানলে থ’ হয়ে যাবেন