Purulia News : পড়ুয়া সংখ্যা ৩৩৩, শিক্ষক মাত্র দু-জন! শিক্ষক সংকটে মানবাজারের স্কুল
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
মাত্র দু-জন শিক্ষক দ্বারা সম্পূর্ণ স্কুল চালানো একেবারেই অসম্ভব হয়ে উঠছে। পঠন-পাঠন নিয়ে চিন্তিত বিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছেন পার্টটাইম শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকেরা।
পুরুলিয়া: পড়েনি শীর্ষ আদালতের রায়ের প্রভাব। তবুও শিক্ষক সংকটে ভুগছে পুরুলিয়ার মানবাজারের ঝাড়বগ্দা হাই স্কুল। এই বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা ৩৩৩ জন। আর শিক্ষক রয়েছেন মাত্র দুজন। তাতেই সমস্যার মধ্যে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়ারা। মাত্র দু-জন শিক্ষক দ্বারা সম্পূর্ণ স্কুল চালানো একেবারেই অসম্ভব হয়ে উঠছে। পঠন-পাঠন নিয়ে চিন্তিত বিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছেন পার্টটাইম শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকেরা।
এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক জগন্নাথ বিশ্বাস জানান , ২০২৩ সাল থেকে তাদের স্কুলে শিক্ষকের সংখ্যা কম রয়েছে। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত শিক্ষকের কোন ব্যবস্থা হয়নি।
আরও পড়ুনঃ কাশ্মীরে শুরু তুমুল অ্যাকশন! বিস্ফোরণে উড়ল পহেলগাঁও হামলার লস্কর জঙ্গির বাড়ি, এবার টার্গেট সরাসরি পাকিস্তান?
এ বিষয়ে মানবাজার এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা জানান, সম্প্রতি মানবাজারের এই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিণত হয়েছে। সেই কারণেই এখনও পর্যন্ত পর্যাপ্ত শিক্ষক সেখানে দেওয়া হয়ে ওঠেনি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান মিলবে।
advertisement
advertisement
পড়ুয়াদের ভবিষ্যতের ভিত মজবুত হয় বিদ্যালয় থেকে। কারণ পড়াশোনার উপরেই তাদের ভবিষ্যৎ নির্ভর করে। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়েছে মানবাজারে ঝাড়বগ্দা হাই স্কুল। তবুও গেস্ট টিচাররা যথাযথভাবে পড়ুয়াদের পাশে থাকার চেষ্টা করছেন। পড়ুয়ারাও এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন। তবে এই সমস্যার কবে সমাধান মেলে সেটাই এখন দেখার বিষয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 25, 2025 6:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : পড়ুয়া সংখ্যা ৩৩৩, শিক্ষক মাত্র দু-জন! শিক্ষক সংকটে মানবাজারের স্কুল