Srikanta Mahata: মিমি, নুসরতদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের? নিরাপত্তা কমল মন্ত্রী শ্রীকান্তর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শ্রীকান্ত মাহাতোর এই ভিডিও ভাইরাল হতেই তাঁকে শো কজ করে জবাব চায় দল৷ সেই জবাবও দেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী৷
#কলকাতা: মিমি, নুসরত, জুন মালিয়াদের মতো তারকা সাংসদদ, বিধায়কদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দল শো কজ করেছিল৷ এবার নিরাপত্তা কমানো হল রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর৷ এবার থেকে সর্বক্ষণের জন্য মাত্র একজন নিরাপত্তারক্ষী পাবেন তিনি৷ যদিও নিরাপত্তা কমার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী৷
রাজ্য সরকারের ডিরেক্টোরেট অফ সিকিউরিটির তরফেই এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ নতুন নির্দেশিকা অনুযায়ী এবার থেকে কোনও এসকর্ট কার পাবেন না মন্ত্রী৷ পাবেন না হাউজ গার্ডও৷
বিতর্কের সূত্রপাত দিন কয়েক আগে শ্রীকান্ত মাহাতোর একটি ভাইরাল ভিডিও-কে কেন্দ্র করে৷ ওই ভিডিওতে দেখা যায়, দেব, মিমি, নুসরতদের মতো তারকা তৃণমূল সাংসদ, জুন মালিয়ার মতো অভিনেত্রী বিধায়কদের নাম করে 'টাকা লুটেপুটে খাওয়ার' গুরুতর অভিযোগ তুলেছিলেন শ্রীকান্ত৷
advertisement
advertisement
ভাইরাল ভিডিও-তে শ্রীকান্তকে বলতে শোনা যায়, 'মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিদের অনেক বার বলেছি৷ দেবাদি দেব, মিমি, নুসরত, সন্ধ্যা রায়, জুন মালিয়া যাঁরা টাকা লুটেপুটে খাচ্ছে, দল তাঁদের কথাই শুনছে৷ ভাল লোকের কথা শুনছে না৷ ওঁরাই নাকি দলের সম্পদ৷ চোর ডাকাতরা যদি দলের সম্পদ হয়, তাহলে তো সেই পার্টি করা যাবে না৷ পার্টি তো চোর, ডাকাতের কথা শুনবে, ভাল লোকের কথা শুনবে না৷ লোকে তো বলছে এই ক্যাবিনেটের সবাই চোর৷ তাহলে আপনাকে পথ দেখাতে হবে৷ হয় আশ্রমে চলে যেতে হবে, নাহলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে৷'
advertisement
শ্রীকান্ত মাহাতোর এই ভিডিও ভাইরাল হতেই তাঁকে শো কজ করে জবাব চায় দল৷ সেই জবাবও দেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী৷ এই ঘটনার পর পরই মন্ত্রীর নিরাপত্তা কমায় দু'টি ঘটনার মধ্যে যোগ পাচ্ছেন অনেকেই৷
গোটা বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষও করতে শুরু করেছে বিজেপি, সিপিএম৷ যদিও পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতির অবশ্য দাবি, মন্ত্রীদের নিরাপত্তা কমানো হবে বলে ক্যাবিনেট বৈঠকেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ বিতর্কিত মন্তব্য তাঁর মনের কথা নয় বলে দলকে দেওয়া শোকজের জবাবে শ্রীকান্ত জানিয়েছেন বলেও দাবি করেছেন জেলা সভাপতি অজিত মাইতি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 10:31 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Srikanta Mahata: মিমি, নুসরতদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের? নিরাপত্তা কমল মন্ত্রী শ্রীকান্তর