Howrah News: শ্যামপুরের এই পাঠশালায় ছোটরা শিখছে সাইবার ক্রাইম থেকে বাঁচার উপায়
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সাইবার দুর্নীতির কবলে পড়ছে ছাত্র-ছাত্রীরা, সেইদিক গুরুত্ব রেখে সাইবার সচেতনতার পাঠশালা হাওড়া শ্যামপুরে।
হাওড়া: বর্তমান সময়ে কর্মসংস্থান থেকে লেখাপড়ায় গুরুত্বপূর্ণ অবদান স্মার্টফোনের। এই ক্ষুদ্র ইলেকট্রনিক্স যন্ত্র মুঠোফোন বা কম্পিউটার ল্যাপটপে সব মুশকিল আসান। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় ডিজিটাইজেশন। খুব সহজে অধিক জ্ঞান সঞ্চয় করতে ছাত্র-ছাত্রীদের অনলাইনে নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সমস্ত বয়সের মানুষ এই ব্যবস্থায় অভ্যস্ত হচ্ছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারকদের জালে খুব সহজেই জড়িয়ে পড়েন একাংশের মানুষ। বয়স্ক বা অল্প শিক্ষার কারণে এ সমস্যার প্রবণতা বেশি থাকলেও। প্রতারণা থেকে রক্ষা পায়নি ছাত্র-ছাত্রীরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বড় সমস্যার সম্মুখীন হতে পারে ছাত্র-ছাত্রী। এমন ঘটনা বহু, তাই সেইদিক গুরুত্ব রেখে বিশেষ কর্মশালা।
এই মুঠোফোন, সোশ্যাল মিডিয়ার যুগে বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাইবার দুর্নীতি। কখনও সোশ্যাল মিডিয়ায় আবার কখনও বা ভুয়ো ফোন কলের মাধ্যমে প্রতারণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। নিত্যদিন ঘটে চলা এমনই বিভিন্ন ঘটনা সম্পর্কে সাধারণ ছাত্র-যুবকে সচেতন করতে এগিয়ে এল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের শ্যামপুর থানা। শ্যামপুর থানার উদ্যোগে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ‘সাইবার পাঠশালা’ শীর্ষক সচেতনতা মূলক কর্মসূচি। এদিন ছাত্রছাত্রীদের কাছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সাইবার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন শ্যামপুর থানার পুলিশ কর্তারা। পাশাপাশি, পড়ুয়ারাও তাদের নানা প্রশ্ন রাখে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2024 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শ্যামপুরের এই পাঠশালায় ছোটরা শিখছে সাইবার ক্রাইম থেকে বাঁচার উপায়