West Bardhaman News: ভাদুলিয়া থেকে শিক্ষা! আর যেন না হয়! খনিগর্ভে ডিনামাইট চার্জ নিয়ে বড় পদক্ষেপ সরকারের

Last Updated:

কয়লা উত্তোলনের সময় ডিনামাইট চার্জ নিয়ে বিশেষ প্রশিক্ষণ।

+
কয়লা

কয়লা খনি

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: কয়লা উত্তোলনের আগে হয় তীব্র বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে ঘরবাড়ি। অনেক সময় বাড়িতে ফাটল ধরে। এমন অভিযোগ খনি অঞ্চলের মানুষের। আবার খনি গর্ভে বিস্ফোরণ ঘটাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন খনি কর্মীরা। এমনকি প্রাণও গিয়েছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে খনি কর্মীদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ।
খনি গর্ভে কয়লা উত্তোলনের আগে কীভাবে বিস্ফোরণ ঘটানো উচিত? ডিনামাইট চার্জ করার সঠিক নিয়ম কী? কী করলে নেমে আসতে পারে বিপদ? বিস্ফোরণের সময় কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, ইত্যাদি বিষয়গুলি নিয়ে খনি কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় কর্মরত খনি কর্মীদের জন্য এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল দুর্গাপুরে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, ডিনামাইট চার্জ করতে গিয়ে ঠিকঠাক প্রশিক্ষণের অভাবে মৃত্যুর মুখেও পড়তে হয় বহু শ্রমিককে। চলতি বছরের ৭ অক্টোবর বীরভূমের খয়রাশোলের ভাদুলিয়ায় রাজ্য সরকারের কোলিয়ারিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল ৭ জনকে। তারপরেই নড়েচড়ে বসে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। সেই কারণে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের সিটি সেন্টারে একটি হোটেলে। যেখানে খনি শ্রমিকদের নিয়ে ডিনামাইট চার্জের প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
জানা গিয়েছে, এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে কড়া নজরদারি চলবে। তেমনইকোলিয়ারির শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেসব শ্রমিকরা কয়লা উত্তোলনের সময় ডিনামাইট চার্জ করেন, তাদের যাতে দুর্ঘটনার কবলে পড়তে না হয়, সেজন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে, দুই জেলা মিলিয়ে প্রায় ১০০ শ্রমিককে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: ভাদুলিয়া থেকে শিক্ষা! আর যেন না হয়! খনিগর্ভে ডিনামাইট চার্জ নিয়ে বড় পদক্ষেপ সরকারের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement