West Bardhaman News: নতুন বছরে ফিরুক শান্তি, প্রতিষ্ঠা হোক সাম্য! বড় বার্তা বিদ্রোহী কবির পরিবার থেকে
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman News: বছর প্রায় শেষের মুখে। কিন্তু বিশ্বজুড়ে বিভিন্ন জায়গার পরিস্থিতি রীতিমত চিন্তায় রেখেছে বহু মানুষকে। অশান্তির পরিবেশ দেখে চিন্তার ভাঁজ পড়ছে কূটনৈতিক বিশেষজ্ঞদের কপালে।
আসানসোল, পশ্চিম বর্ধমান : বছর প্রায় শেষের মুখে। কিন্তু বিশ্বজুড়ে বিভিন্ন জায়গার পরিস্থিতি রীতিমত চিন্তায় রেখেছে বহু মানুষকে। অশান্তির পরিবেশ দেখে চিন্তার ভাঁজ পড়ছে কূটনৈতিক বিশেষজ্ঞদের কপালে। আর এমন সময় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পরিবার থেকে এল শান্তির বার্তা। বিদ্রোহী কবির লেখনী মনে রেখে ফের শান্তি এবং সাম্য ফেরানোর ডাক এল।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী শান্তি এবং সাম্য ফেরানোর ডাক দিয়েছেন। তিনি বলেছেন,কাজী নজরুল ইসলাম বরাবর লেখনীর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়েছেন। সাম্য ফেরানোর ডাক দিয়েছেন। আবার তার লেখনীতেই জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন। পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করে তিনি বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে উঠেছেন। কিন্তু আজ বৈশ্বিক পরিস্থিতি দেখে চিন্তিত কবির পরিবার।
advertisement
advertisement
সোনালী দেবী জানিয়েছেন, কবি আজীবন তার লেখনীর মাধ্যমে বিভিন্ন বার্তা দিয়েছেন। জীবন দিয়ে বুঝিয়ে গিয়েছেন তার বার্তা। কিন্তু মানুষ যদি এখন সেই বার্তা ভুলে যান, তাহলে মানব সমাজ বড় বিপদের সম্মুখীন হবে। তাই কবির সেই বার্তা মনের অন্তরে রেখে শান্তি এবং সাম্য ফেরানোর জন্য সবার এক হওয়া উচিত।
advertisement
কাজী নজরুল ইসলামের পরিবার থেকে আসা এই শান্তি বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বিশ্বজুড়ে নানা জায়গায় যখন অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে, এমন সময় শান্তি ফেরানোর ডাক যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বড় ভূমিকা রাখবে বলেই তারা আশা প্রকাশ করেছেন। একইসঙ্গে তাদের প্রার্থনা, নতুন বছর নতুন করে শান্তি-বার্তা বয়ে আনুক।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2024 9:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: নতুন বছরে ফিরুক শান্তি, প্রতিষ্ঠা হোক সাম্য! বড় বার্তা বিদ্রোহী কবির পরিবার থেকে