West Medinipur: মুচমুচে, ঝাল-ঝাল, নোনতা...স্বাদে অতুলনীয়! মাত্র ১০ টাকায় এতগুলো শিঙাড়া? হরিদার শিঙাড়া খেতে লম্বা লাইন

Last Updated:

আজও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দাসপুরে মাত্র দশ টাকায় ছ'টা সিঙ্গাড়া পাওয়া যায়? শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। এই অসম্ভবকে সম্ভব করেছেন হরিপদ সিং, যাঁর ‘হরিদার সিঙ্গাড়া দোকান’ এখন এক কথায় দাসপুরবাসীর গর্ব।

+
হরিদার সিঙ্গাড়া

হরিদার সিঙ্গাড়া

পশ্চিম মেদিনীপুর:  শিঙাড়া নামটা শুনলেই সকালের নাস্তা, বিকেলের আড্ডা কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে গল্পের মুহূর্তে শিঙাড়া খাওয়ার স্মৃতি ভেসে ওঠে। খেতেও বেশ মজাদার—উপরে মুচমুচে আর ভিতরে ঝাল-মশলাদার আলুর পুর। সবার প্রিয় এই স্ন্যাক্স নানা জায়গায় নানা রকমে তৈরি হলেও, দাসপুরের এক দোকানের কথা না বললেই নয়। জানেন কি, আজও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দাসপুরে মাত্র দশ টাকায় ছ’টা শিঙাড়া পাওয়া যায়?
শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। এই অসম্ভবকে সম্ভব করেছেন হরিপদ সিং, যাঁর ‘হরিদার শিঙাড়া দোকান’ এখন এক কথায় দাসপুরবাসীর গর্ব। মাত্র দশ টাকায় ছ’টি শিঙাড়া, আর তার স্বাদ একেবারে অতুলনীয়! একবার খেলেই বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই দোকানে। বিকেলের আগে থেকেই দোকান খুলে যায়, শুরু হয় শিঙাড়া তৈরির ব্যস্ততা। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও মানুষ আসেন এই বিখ্যাত শিঙাড়া খেতেও বাড়ির জন্য কিনে নিতে।
advertisement
advertisement
হরিপদ সিং নিজেই জানান, “আগে বাইরে কাজ করতাম। একটা সময় কাজের অভাব দেখা দেয়, ঠিকমত রোজগার হচ্ছিল না। তখনই সিদ্ধান্ত নিই বাড়িতে ফিরে কিছু করব। সেই থেকেই শুরু এই শিঙাড়ার ব্যবসা, যা আজ সবাই চেনে ‘হরিদার দোকান’ নামে।” খুশি গ্রাহকেরা বলেন, “এই দামে, এই স্বাদ—আসলে হারিয়ে যাওয়া পুরোনো দিনের অনুভব ফিরিয়ে আনে হরিদার শিঙাড়া।”
advertisement
দাসপুরে গেলে একবার হলেও এই দোকানে ঢুঁ না মেরে উপায় নেই। স্রেফ শিঙাড়া নয়, এখানে জড়িয়ে আছে এক মানুষের সংগ্রামের গল্প, এক অসাধারণ স্বাদের ইতিহাস।
advertisement
মিজানুর রহমান
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur: মুচমুচে, ঝাল-ঝাল, নোনতা...স্বাদে অতুলনীয়! মাত্র ১০ টাকায় এতগুলো শিঙাড়া? হরিদার শিঙাড়া খেতে লম্বা লাইন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement