West Medinipur: মুচমুচে, ঝাল-ঝাল, নোনতা...স্বাদে অতুলনীয়! মাত্র ১০ টাকায় এতগুলো শিঙাড়া? হরিদার শিঙাড়া খেতে লম্বা লাইন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
আজও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দাসপুরে মাত্র দশ টাকায় ছ'টা সিঙ্গাড়া পাওয়া যায়? শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। এই অসম্ভবকে সম্ভব করেছেন হরিপদ সিং, যাঁর ‘হরিদার সিঙ্গাড়া দোকান’ এখন এক কথায় দাসপুরবাসীর গর্ব।
পশ্চিম মেদিনীপুর: শিঙাড়া নামটা শুনলেই সকালের নাস্তা, বিকেলের আড্ডা কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে গল্পের মুহূর্তে শিঙাড়া খাওয়ার স্মৃতি ভেসে ওঠে। খেতেও বেশ মজাদার—উপরে মুচমুচে আর ভিতরে ঝাল-মশলাদার আলুর পুর। সবার প্রিয় এই স্ন্যাক্স নানা জায়গায় নানা রকমে তৈরি হলেও, দাসপুরের এক দোকানের কথা না বললেই নয়। জানেন কি, আজও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দাসপুরে মাত্র দশ টাকায় ছ’টা শিঙাড়া পাওয়া যায়?
শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। এই অসম্ভবকে সম্ভব করেছেন হরিপদ সিং, যাঁর ‘হরিদার শিঙাড়া দোকান’ এখন এক কথায় দাসপুরবাসীর গর্ব। মাত্র দশ টাকায় ছ’টি শিঙাড়া, আর তার স্বাদ একেবারে অতুলনীয়! একবার খেলেই বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই দোকানে। বিকেলের আগে থেকেই দোকান খুলে যায়, শুরু হয় শিঙাড়া তৈরির ব্যস্ততা। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও মানুষ আসেন এই বিখ্যাত শিঙাড়া খেতেও বাড়ির জন্য কিনে নিতে।
advertisement
advertisement
হরিপদ সিং নিজেই জানান, “আগে বাইরে কাজ করতাম। একটা সময় কাজের অভাব দেখা দেয়, ঠিকমত রোজগার হচ্ছিল না। তখনই সিদ্ধান্ত নিই বাড়িতে ফিরে কিছু করব। সেই থেকেই শুরু এই শিঙাড়ার ব্যবসা, যা আজ সবাই চেনে ‘হরিদার দোকান’ নামে।” খুশি গ্রাহকেরা বলেন, “এই দামে, এই স্বাদ—আসলে হারিয়ে যাওয়া পুরোনো দিনের অনুভব ফিরিয়ে আনে হরিদার শিঙাড়া।”
advertisement
দাসপুরে গেলে একবার হলেও এই দোকানে ঢুঁ না মেরে উপায় নেই। স্রেফ শিঙাড়া নয়, এখানে জড়িয়ে আছে এক মানুষের সংগ্রামের গল্প, এক অসাধারণ স্বাদের ইতিহাস।
advertisement
মিজানুর রহমান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 5:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur: মুচমুচে, ঝাল-ঝাল, নোনতা...স্বাদে অতুলনীয়! মাত্র ১০ টাকায় এতগুলো শিঙাড়া? হরিদার শিঙাড়া খেতে লম্বা লাইন