Jute Processing: পাউডারে মুশকিল আসান, কম বৃষ্টিতেও দিব্যি পচছে পাট

Last Updated:

Jute Processing: পাট পচানোর বিকল্প পদ্ধতি বার করা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে। তার ফসল হিসেবেই এই পাউডার বাজারে এসেছে। এর নাম NINFET সাথী পাউডার

+
কৃষকরা

কৃষকরা ব্যবহার করছে পাট পচানোর পাউডার

নদিয়া: একদিকে অনাবৃষ্টি অন্যদিকে ক্রমশ কমে আসছে খাল-বিল, পুকুর, জলাশয়। ফলে বাংলার অন্যতম প্রধান অর্থকারী ফসল পাট চাষ ঘিরে দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের মধ্যে। তবে এর সমাধান হিসেবে বাজারে এসে গিয়েছে বিকল্প এক ধরনের পাউডার। যার সাহায্যে সহজেই পাট জাঁক দেওয়া বা পচানো সম্ভব হচ্ছে।
পাট পচানোর বিকল্প পদ্ধতি বার করা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে। তার ফসল হিসেবেই এই পাউডার বাজারে এসেছে। এর নাম NINFET সাথী পাউডার। নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের মোল্লাবেড় গ্রামে একটি সারপ্রস্তুতকারক সংস্থার উদ্যোগে পাট চাষিদের বিনামূল্যে এই NINFET সাথী পাউডার বিতরণ করা হয়। এই পাউডারের সাহায্যে পাটের ভালভাবে পচনের পাশাপাশি পাটের তন্তুর সোনালি রঙ ভালভাবে বজায় থাকে। ফলে এই পাউডার ব্যবহার করে পাট চাষিরা আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন।
advertisement
advertisement
গত বেশ কয়েক বছর ধরেই আবহাওয়ার পরিবর্তনের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল দেখা যাচ্ছে। যার ফলে পাট পচাতে রীতিমত বেগ পেতে হচ্ছে চাষিদের। চলতি বছরেও একই অবস্থা। এমন পরিস্থিতিতে এই পাউডার ব্যবহার করার ফলে স্বাভাবিকের তুলনায় কম জলৈই পাট পচাতে পারছেন চাষিরা।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jute Processing: পাউডারে মুশকিল আসান, কম বৃষ্টিতেও দিব্যি পচছে পাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement