Jute Processing: পাউডারে মুশকিল আসান, কম বৃষ্টিতেও দিব্যি পচছে পাট
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Jute Processing: পাট পচানোর বিকল্প পদ্ধতি বার করা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে। তার ফসল হিসেবেই এই পাউডার বাজারে এসেছে। এর নাম NINFET সাথী পাউডার
নদিয়া: একদিকে অনাবৃষ্টি অন্যদিকে ক্রমশ কমে আসছে খাল-বিল, পুকুর, জলাশয়। ফলে বাংলার অন্যতম প্রধান অর্থকারী ফসল পাট চাষ ঘিরে দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের মধ্যে। তবে এর সমাধান হিসেবে বাজারে এসে গিয়েছে বিকল্প এক ধরনের পাউডার। যার সাহায্যে সহজেই পাট জাঁক দেওয়া বা পচানো সম্ভব হচ্ছে।
পাট পচানোর বিকল্প পদ্ধতি বার করা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে। তার ফসল হিসেবেই এই পাউডার বাজারে এসেছে। এর নাম NINFET সাথী পাউডার। নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের মোল্লাবেড় গ্রামে একটি সারপ্রস্তুতকারক সংস্থার উদ্যোগে পাট চাষিদের বিনামূল্যে এই NINFET সাথী পাউডার বিতরণ করা হয়। এই পাউডারের সাহায্যে পাটের ভালভাবে পচনের পাশাপাশি পাটের তন্তুর সোনালি রঙ ভালভাবে বজায় থাকে। ফলে এই পাউডার ব্যবহার করে পাট চাষিরা আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন।
advertisement
advertisement
গত বেশ কয়েক বছর ধরেই আবহাওয়ার পরিবর্তনের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল দেখা যাচ্ছে। যার ফলে পাট পচাতে রীতিমত বেগ পেতে হচ্ছে চাষিদের। চলতি বছরেও একই অবস্থা। এমন পরিস্থিতিতে এই পাউডার ব্যবহার করার ফলে স্বাভাবিকের তুলনায় কম জলৈই পাট পচাতে পারছেন চাষিরা।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 01, 2024 5:59 PM IST






