South 24 Parganas News: নিজের বাড়িকে কাগজের দেশ বানিয়ে বিশেষ বার্তা নামখানার যুবকের

Last Updated:

বাড়ি তো নয়, যেন আস্ত মিউজিয়াম। সেখানে এদিক ওদিক ঝুলছে কাগজের তৈরি বিভিন্ন জিনিসপত্র। গোটা বাড়িটাই মোড়া কাগজে।

+
দেওয়ালে

দেওয়ালে কাগজের কারুকার্য 

নামখানা: বাড়ি তো নয়, যেন আস্ত মিউজিয়াম। সেখানে এদিক ওদিক ঝুলছে কাগজের তৈরি বিভিন্ন জিনিসপত্র। গোটা বাড়িটাই মোড়া কাগজে। এমন ঘটনা ঘটিয়ে সকলের নজর কেড়েছেন নামখানার এক যুবক ইন্দ্রনীল জানা। তিনি বছর ছয়েক আগে কর্মশিক্ষার শিক্ষক হিসাবে সুন্দরবনের প্রত্যন্ত এক এলাকার স্কুলে আংশিক সময়ের শিক্ষক হিসাবে কাজে যোগ দেন। সেখান থেকেই তাঁর মাথায় এই চিন্তা আসে।
ছোট থেকে রং তুলির সঙ্গে বড় হয়েছে ইন্দ্রনীল। ছবি আঁকতে ভালোবাসেন। বাড়ির দেওয়ালে সেই ছাপ পড়েছে। তবে বর্তমানে প্লাস্টিকের ব্যবহার বাড়ায় চিন্তিত তিনি। প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতেই তিনি কাগজের দেশের পথচলা শুরু করেন।মূলত কম খরচে এবং প্লাস্টিকের ব্যবহার ছাড়াই রংবেরঙের কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ফুল এবং ঘর সাজানোর সামগ্রী। এই সব কিছুই একত্রিত করে উপস্থাপন করা হয়েছে কাগজের দেশ।
advertisement
advertisement
তবে শুধু ইন্দ্রনীল নয় নামখানা এলাকার বিভিন্ন প্রান্তে ইন্দ্রনীলের হাত ধরে তৈরি হয়েছে বহু কাগজের দেশের কারিগর। ইতিমধ্যেই কচিকাঁচা স্কুল পড়ুয়ারা নিযুক্ত হয়েছে এই কাজে। কচিকাঁচা স্কুল পড়ুয়াদের নিপুণকারুকার্যে ভরপুর এই কাগজের দেশ ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের থেকে। আপনিও এই কাগজের দেশ দেখতে আসতে পারেন নামখানাতে।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নিজের বাড়িকে কাগজের দেশ বানিয়ে বিশেষ বার্তা নামখানার যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement