Howrah News: পুলিশের ডাকে একদিনে সাড়া দিল কসঙ্গে কুড়ি হাজার ছেলেমেয়ে!অনন্য উদ্যোগ

Last Updated:

Howrah News: হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অভিনব উদ্যোগ! জেলায় পুলিশের হাত ধরে অঙ্কন ও আবৃতি চর্চায় বড় সুযোগ, প্রতিযোগিতায় স্থান দখল করলেই কেল্লাফতে।

+
আবৃত্তি

আবৃত্তি এবং অঙ্কন বিষয়কে সামনে রেখে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

হাওড়া: হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অভিনব উদ্যোগ! জেলায় পুলিশের হাত ধরে অঙ্কন ও আবৃত্তি চর্চায় বড় সুযোগ। গ্রামের ছেলে মেয়েরা এমন প্রতিযোগিতায় সাফল্য পেলে সফলতার পথ আরও সহজ হতে পারে। পুলিশের উদ্যোগে সাড়া দিয়ে জেলার কুড়ি হাজার ছেলে-মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ। বিভিন্ন ব্লকের প্রায় প্রতিটি গ্রামের ছেলেমেয়েরা দারুন উৎসাহিত এতে। বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা অঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা অংশগ্রহণ করে। হাজার হাজার ছেলে মেয়ের উপস্থিতিতে বড় মঞ্চে প্রতিযোগিতার অভিজ্ঞতা সঞ্চয়ের গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেই দিক থেকে সাধারণ মানুষের মধ্যে যেমন উৎসাহ দারুণভাবে রয়েছে।
অন্যদিকে প্রতিভা থাকার সত্বেও বহু পরিবারের ছেলেমেয়েদের এগিয়ে যাওয়া সম্ভব হয় না। বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক সমস্যা। সেই দিক থেকে, পুলিশের এই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেই সব পরিবারের ছেলে মেয়েদের কাছে বড় সুযোগ। প্রতিযোগিতায় থাকছে নগদ উপহার। বিভিন্ন স্থান অধিকার করতে পারলে পুরস্কার হিসেবে মিলবে নগদ। যার মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি আবৃত্তি অঙ্কনের মত বিভিন্ন বিষয় এগিয়ে নিয়ে যাওয়া আর সহজ হবে।
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, নতুন প্রজন্মের মধ্যে লেখাপড়ার পাশাপাশি নানা বিষয়ে আরও মনোযোগ বাড়াতে এমন উদ্যোগ। পাশাপাশি পুলিশ এবং জনসাধারণের মধ্যে এমন নানা উদ্যোগে গড়ে উঠবে নিবিড় সম্পর্ক। পুলিশের প্রতি ভয় কমবে মানুষের। এর মাধ্যমে সমাজে অপরাধমূলক ঘটনা কমবে।
advertisement
পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সমাজের সংস্কৃতি প্রেমিক মানুষ এবং অভিভাবকরা। বহু অভিভাবক মনে করছেন বড় মাপের এমন প্রতিযোগিতা ছেলে-মেয়েদের মধ্যে আরও শেখার আগ্রহ বাড়বে। অন্যদিকে প্রতিযোগিতায় সফলতা পেয়ে পুরস্কার জিতলে হাতে মিলবে নগদ অর্থ। সেই অর্থ নিজেদের শিক্ষা দীক্ষায় কাজে লাগাতে পারবে। এর মাধ্যমে আরও সফলতার দিকে এগিয়ে যাবার সুযোগ পাবে।
advertisement
আবৃত্তি প্রতিযোগিতায় বয়স ভিত্তিক নির্দেশিকা রয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও রেকর্ড করে  পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। জেলার ছ’টি স্থানে বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করল। পাঁচলা এবং জগৎবল্লভপুর ব্লকের ছেলে মেয়েরা হাজির হয় জুজারসাহা পিএন মান্না ইনস্টিটিউশনে।
advertisement
এদিন হাজির ছিলেন, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের আধিকারিক, পাঁচলা ও জগৎবল্লভপুর থানার পুলিশ, পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক, বল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া জেলা পরিষদ সদস্য আলকাস মুরশেদ, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু সহ অন্যান্যরা।
রাকেশ মাইতি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: পুলিশের ডাকে একদিনে সাড়া দিল কসঙ্গে কুড়ি হাজার ছেলেমেয়ে!অনন্য উদ্যোগ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement