ডেঙ্গি মোকাবিলায় পূর্ব বর্ধমানের ৬ পুরসভায় হেল্পলাইন চালুর নির্দেশ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বৈঠক থেকে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলা হয়, নিছক কর্মসূচি হিসেবে না দেখে ডেঙ্গি মোকাবিলাকে অভিযান হিসেবে দেখতে হবে। প্রয়োজনে যে কোনও সময়ে এর জন্য পুজোর ছুটিও বাতিল হতে পারে। মানসিকভাবে সে'জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
#পূর্ব বর্ধমান: নবান্নের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার ছয় পুরসভায় ডেঙ্গি মোকাবিলায় চালু হচ্ছে হেল্পলাইন। বর্ধমান, কাটোয়া, কালনা, গুসকরা, মেমারি, দাঁইহাট এই ছয় পুরসভাতেই দ্রুততার সঙ্গে হেল্পলাইন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দারা যাতে এলাকায় জঞ্জাল জল জমার খবর দ্রুত জানাতে পারেন তা নিশ্চিত করতেই এই হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
লাফিয়ে লাফিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন। শারদোৎসবে শুক্রবার দফায় দফায় জেলাশাসককদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। সেখানে জানানো হয়, ডেঙ্গির সংক্রমণকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। বাসিন্দাদের সচেতন করতে লাগাতার প্রচারের পাশাপাশি প্রতিটি পুরসভাকে এখনই করোনার ধাঁচে হেল্পলাইন খুলতে হবে। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
সাধারণ মানুষ কোনও এলাকায় জঞ্জাল ও জমা জল দেখলেই যাতে পুরসভাকে খবর দিয়ে পরিষ্কার করাতে পারে তা নিশ্চিত করতেই হেল্প লাইন চালুর ভাবনা। সেই সঙ্গে প্রতিটি জেলা হাসপাতালকেও ডেঙ্গি চিকিৎসার জন্য আলাদা শয্যার ব্যবস্থা রাখা, প্লেটলেট মজুত করা-সহ চিকিৎসার সব রকম পরিকাঠামো তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
বৈঠক থেকে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলা হয়, নিছক কর্মসূচি হিসেবে না দেখে ডেঙ্গি মোকাবিলাকে অভিযান হিসেবে দেখতে হবে। প্রয়োজনে যে কোনও সময়ে এর জন্য পুজোর ছুটিও বাতিল হতে পারে। মানসিকভাবে সে'জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
advertisement
ওই বৈঠকে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের কর্তাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ডেঙ্গি মোকাবিলায় মানুষকে যুক্ত করতে হবে। এ'জন্য প্রতিটি পুরসভায় হেল্পলাইন খুলতে হবে। পুরসভার এগজিকিউটিভ অফিসার বা কমিশনারদের সঙ্গে কথা বলে তা এখনই নিশ্চিত করতে হবে। এলাকা পরিচ্ছন্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। পরিষ্কার জমা জলেই যে ডেঙ্গির মশা ডিম পারে সে ব্যাপারে বাসিন্দাদের সচেতন করতে হবে।
advertisement
SARADINDU GHOSH
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2022 3:29 PM IST