Ganga Aarti: বারাণসীর আদলে মুর্শিদাবাদে গঙ্গা আরতি! ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ, বাড়ি বসে দেখুন চোখ ধাঁধানো আয়োজন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Ganga Aarti: বারাণসী, হরিদ্বারের অভিজ্ঞতা এবার বহরমপুরে। নবাবের শহরে আয়োজিত হল গঙ্গা আরতি। মাতৃসহ গঙ্গাকে দূষণ মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে গঙ্গা আরতির মধ্যে দিয়ে বার্তা দেওয়া হল। নিজের হাতে আরতিও করেন পৌর চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: বারাণসী, হরিদ্বারের অভিজ্ঞতা এবার বহরমপুরে। মুর্শিদাবাদ জেলায় বহু পর্যটক আসেন সেই অভিজ্ঞতাড় অনুভূতি নিতে। বহরমপুর শহরে নেমেই যেতে হবে লালবাগে। বেনারসের মতোই মুর্শিদাবাদে হয় গঙ্গা আরতি। সেই আরতি দেখতে ভিড় করলেন শহরের বহু মানুষ। বয়ে চলা ভাগীরথী নদীকে শ্রদ্ধা জানানো হল আরতির মাধ্যমে। এই আরতির আয়োজন করা হয় গোপালঘাটে।
ইতিহাসের শহর মুর্শিদাবাদ জেলা। জেলার সদর শহরের গোপালঘাট আলোকিত হল প্রদীপের আলোয়। মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে ভাগীরথী গঙ্গা বয়ে গিয়েছে। তাই গঙ্গাকে দূষণ মুক্ত রাখতে ও নদীকে পরিচ্ছন্ন রাখতে গঙ্গা আরতির মধ্যে দিয়ে এক বার্তা দেওয়া হল। নিজের হাতে আরতিও করেন পৌর চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি।
আরও পড়ুনঃ দেব দীপাবলিতে গঙ্গা জুড়ে আলোর মেলা! লক্ষ দ্বীপ জ্বালাতে হাজারো ভক্তের ঢল, হাওড়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের আরতি দেখুন
পৌরসভার চেয়ারম্যান জানান, নদী লাইফলাইন। নদীকে সম্মান জানাতেই এই ধরণের উদ্যোগ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে এই উৎসব পালিত হচ্ছে। আমাদের সংস্কৃতিতে গঙ্গাকে মা রূপে পুজো করা হয়। গঙ্গাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই গঙ্গাকে দূষণ মুক্ত রাখতে হবে”।
advertisement
advertisement
সন্ধ্যা থেকেই আরতি দেখার জন্য ঘাটের সিঁড়িতে বসে ছিলন স্থানীয়রা। শহরবাসীর কথায়, “টিভিতে এই রকম আরতি আমরা দেখেছি। চোখের সামনে দেখের ইচ্ছে ছিল। সেই ইচ্ছেপূরণ হল। নদীকে আমরা পুজো করি। আমাদের উচিৎ নদীকে সম্মান করা”।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তারা জানিয়েছেন, ‘‘দীর্ঘদিন ধরেই শহরের মানুষের চাহিদা ছিল বেনারসের আদলে গঙ্গা আরতি দেখার। আমরা সেই মতো গঙ্গা আরতির আয়োজন করেছি। মুর্শিদাবাদ জেলাতে ইতিহাসের টানে পর্যটকরা আসেন। শহরবাসীর কথা মাথায় রেখেই গঙ্গার পবিত্রতা রক্ষা করতে গঙ্গা আরতির আয়োজন বেনারসের আদলে”।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
November 06, 2025 11:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ganga Aarti: বারাণসীর আদলে মুর্শিদাবাদে গঙ্গা আরতি! ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ, বাড়ি বসে দেখুন চোখ ধাঁধানো আয়োজন
