Hooghly News: বাচিক শিল্পকে উৎসাহিত করতে বিশেষ আয়োজন কোন্নগরে, আয়োজিত হল ৫০০ কন্ঠে কবিতা পাঠ

Last Updated:

Hooghly News: বর্তমান সময়ে যখন সবাই মোবাইলে রিলস বানাতে ব্যস্ত তখন রিষড়ার একটি সাংস্কৃতিক মঞ্চে আবৃত্তির আলোকের উদ্যোগে আয়োজিত হয়েছে ৫০০ কন্ঠে কবিতা পাঠ।

+
৮

৮ থেকে ৮০ সকল বয়সী কবিতা প্রেমীদের নিয়ে 500 কন্ঠে কবিতা পাঠ

হুগলি: বর্তমান সময়ে যখন সবাই মোবাইলে রিলস বানাতে ব্যস্ত তখন রিষড়ার একটি সাংস্কৃতিক মঞ্চে আবৃত্তির আলোকের উদ্যোগে আয়োজিত হয়েছে ৫০০ কন্ঠে কবিতা পাঠ। মূলত ছোট ছোট ছেলেমেয়েদের মোবাইল রিলিস বানানোর থেকে বিরত থেকে তাদের সাংস্কৃতিকভাবে কীভাবে আপন করা যায় সেই কারণেই এই বিশেষ উদ্যোগ। কোন্নগর রবীন্দ্র ভবনে ৮ থেকে ৮০ সকল বয়সের কবিতা প্রেমীদের নিয়ে আয়োজিত হয়েছে এই বিশেষ কবিতা পাঠ।
কোন্নগরের সুপরিচিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র ‘আবৃত্তির আলোকে’র ২৩তম বার্ষিক অনুষ্ঠানে এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী রইল। কোন্নগর প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ৫০০ কণ্ঠে সমবেত আবৃত্তি। চারটি কবিতা একযোগে আবৃত্তি করেন সংস্থার ১৮৫ জন ছাত্রছাত্রী। তাঁদের অভিভাবক ও শুভানুধ্যায়ী মিলিয়ে প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী। সমবেত কণ্ঠে গলা মিলিয়ে কবিতা পাঠের এই আয়োজন আবৃত্তিচর্চায় এক নতুন মাত্রা যোগ করল বলে মত উপস্থিত দর্শকদের।
advertisement
advertisement
আবৃত্তির সঙ্গে এ দিন ছিল নৃত্য, নাটক ও সৃজনশীল পরিবেশনারও বাহার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংস্থার কর্ণধার ও বিশিষ্ট আবৃত্তি শিক্ষক রূপম বসু। এ বছর তাঁর আবৃত্তি শিক্ষকতা জীবনের ২৫তম বর্ষ পূর্ণ হল। রূপমবাবু জানান,”আমরা চেয়েছিলাম সবাই মিলে একটা নির্মল পরিবেশে, মোবাইলকে দূরে সরিয়ে রেখে একটা অনুষ্ঠান করতে। এ দিনের অনুষ্ঠান কোন্নগরের সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে একটি আবেগঘন মিলনক্ষেত্র হয়ে উঠেছিল।”
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বাচিক শিল্পকে উৎসাহিত করতে বিশেষ আয়োজন কোন্নগরে, আয়োজিত হল ৫০০ কন্ঠে কবিতা পাঠ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement