North 24 Parganas News: নোনা মাটি হবে উর্বর! সুন্দরবনে 'ধনচে' চাষেই চাষযোগ্য হচ্ছে জমি
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
নোনা মাটিকে উর্বর করতে প্রাচীন পন্থা বেছে নিল স্বেচ্ছাসেবী সংস্থা। ধনচে চাষেই সুন্দরবনের মাটিতে হবে ফলের বাগান।
উত্তর ২৪ পরগনা : সুন্দরবনের নোনা মাটিতে উর্বরতা বৃদ্ধিতে বিশেষ চাষ। সুন্দরবন এলাকার নোনা মাটিতে তেমন ফল চাষ দেখা যায় না। এক কথায় দেখা যায় না বলতে, নোনা মাটি হওয়ায় ফল চাষের জন্য তেমনভাবে উপযুক্ত নয়। তবে সেই সমস্ত নোনা মাটিকে এবার উর্বর মাটিতে পরিণত করে সেখানেই ফল চাষ হতে পারে এমনই উদ্যোগ নিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার সন্দেশখালি মেজাট রাইস মিলের মাঠে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে এলাকার নানা মাটিকে চাষের উপযুক্ত করে গড়ে তুলতে চাষ করা হয়েছে ধনচে গাছের।
আরও পড়ুন: সাংঘাতিক! গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন যুবক…! দেখেই কী করলেন সিভিক ভলেন্টিয়ার?
তেঁতুল পাতার মতো দেখতে এক ধরনের গাছ রোপন করা হয়েছে। মাস দেড়েকের মধ্যে ছয়-সাত ফুট লম্বা হয়ে ওঠে। তারপর সেই গাছ কেটে জমিতেই ফেলে রাখা হতো। গ্রাম বাংলায় সে গাছের চেনা নাম ‘ধনচে’। জমির উর্বরতা শক্তি বাড়াতে একটা সময় ওই গাছের উপরেই ভরসা করতেন চাষিরা। এবার সুন্দরবনের নোনা মাটিকে উর্বর করতে সেই পন্থা বেছে নিল স্বেচ্ছাসেবী সংস্থা। কাস্তে-লাঙলের দিন গিয়েছে। এসেছে সবুজ বিপ্লব। প্রযুক্তির ব্যবহারে দড় চাষির জমি এখন আর ফাঁকা পড়ে থাকে না। এবার সেই সমস্ত পতিত জমিতেই হবে পেয়ারা, আমসহ বিভিন্ন ফল চাষ।
advertisement
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2024 5:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: নোনা মাটি হবে উর্বর! সুন্দরবনে 'ধনচে' চাষেই চাষযোগ্য হচ্ছে জমি