Purulia News: বাগমুন্ডিতে সাইবার সচেতনতা শিবির

Last Updated:

পুরুলিয়ার বাঘমুন্ডিতে আয়োজিত এই সাইবার সচেতনাতা শিবিরে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বহু সাধারণ গ্রাহক

+
সাইবার

সাইবার সচেতনতা শিবির

পুরুলিয়া: যতই প্রযুক্তি উন্নতি হচ্ছে ততই বেড়ে চলেছে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে সাইবার অপরাধ। প্রতিনিয়ত বহু মানুষ এই প্রতারণার ফাঁদে পড়ছেন। প্রতারণার হাত থেকে সাধারণ মানুষদের সচেতন করতে বিশেষ গ্রাহক সচেতনতা শিবিরের আয়োজন করল এক টেলিকম সংস্থা। এই শিবিরের আয়জনে টেলিকম সংস্থাটিকে সহায়তা করে বাঘমুন্ডির স্বেচ্ছাসেবী সংস্থা চলন্তিকা।
পুরুলিয়ার বাঘমুন্ডিতে আয়োজিত এই সাইবার সচেতনাতা শিবিরে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বহু সাধারণ গ্রাহক। এইদিন স্লাইড শোয়ের মাধ্যমে সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের তথ্য প্রদান করা হয়। এছাড়াও মোবাইল সুরক্ষা এবং নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার জন্য বেশ কয়েকটি অ্যাপ নিয়েও তথ্য প্রদান করেন তাঁরা।
advertisement
advertisement
এই বিষয়ে টেলিকম সংস্থার এক আধিকারিক বলেন, গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হল। মানুষ যাতে সজাগ হতে পারে ও প্রতারণার ফাঁদে না পড়ে তার জন্যই এই উদ্যোগ। এছাড়াও পাহাড়ের যে সমস্ত এলাকাগুলিতে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সেই এলাকাগুলির নেটওয়ার্কের উন্নতি যাতে হয় সেই বিষয়েও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, পাহাড়ের বেশিরভাগ জায়গাতেই মোবাইলে যথাযথ নেটওয়ার্ক পাওয়া যায় না। তার ফলে অনেক সমস্যায় মধ্যে পড়তে হয়। ‌টেলিকম অথরিটি যাতে এই বিষয়ের দিকে নজর দেয় তার আবেদন জানান তিনি।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বাগমুন্ডিতে সাইবার সচেতনতা শিবির
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement