Astrologer in Puja Pandals: কালী পুজো দেখতে এসে ডবল লাভ, ঠাকুর দেখতে গিয়ে প্যান্ডেলই হাত দেখে দিচ্ছেন জ্যোতিষী
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Astrologer in Puja Pandals: পুজো মণ্ডপে জ্যোতিষী শিবির! রীতিমত মানুষের হিড়িক...
হাওড়া: পুজো মণ্ডপে জ্যোতিষী শিবির! অভিনব এই জ্যোতিষ শিবিরে রীতিমত মানুষের হিড়িক। শিবিরে হাজির পুরুষ মহিলা উভয়েই। যত দিন গড়াচ্ছে ততই যেন এ বিষয়ে মানুষের আগ্রহ বাড়ছে। সেই দিক থেকে জ্যোতিষ বিষয়ে মানুষের মধ্যে সঠিক ধারণা তৈরি করতে এই উদ্যোগ। এই শিবিরে একাধিক অভিজ্ঞ জ্যোতিষী মানুষকে পরামর্শ দিলেন। জেলায় পুজো উদ্যোক্তাদের এমন উদ্যোগ আগে সেভাবে দেখা মেলেনি। হাওড়া বাগনান বাঙালপুর বয়েজ ক্লাবের কালী পুজো মানেই ভাবনায় অভিনবত্ব।
সেই দিক থেকে প্রতিবার দর্শকদের অন্যতম আকর্ষণ থাকে এই পুজো। এখানের ৮-৮০ বয়সের মানুষের কাছে দুর্গাপুজোর থেকে বেশি আকর্ষণ কালী পুজো। শতাব্দী প্রাচীন এই পুজো উপলক্ষে ধারাবাহিক ভাবে সংস্কৃতিক চর্চা হয়ে আসছে। গত বছর শতবর্ষ পূর্তিতে মৃৎ শিল্পীদের নানা চিত্র তুলে ধরা হয়েছিল মণ্ডপে। এবার ১০১ তম বর্ষে অধিবাসীদের জীবন চিত্র ফুটে উঠেছে মণ্ডপে। তবে এবার এই পুজোর অন্যতম আকর্ষণ হল জ্যোতিষ শিবির।
advertisement
advertisement
এ প্রসঙ্গে উদ্যোক্তা দীপঙ্কর ঘোষ জানান, বর্তমান সময়ে মানুষ চলার পথে নানা সমস্যা সমাধানে জ্যোতিষ শাস্ত্রর উপর গুরুত্ব দিচ্ছে। সেই দিক বহু মানুষ রয়েছে যারা জ্যোতিষ পরামর্শ থেকে তাদের নানা সমস্যা দূর করার চেষ্টা করছেন। এর মধ্যমে বহু মানুষ উপকৃত হচ্ছে। তবে অনেকই সঠিক জ্যোতিষের কাছে না যেতে পেরে বিভিন্ন ভাবে প্রতারিত হবার সম্ভবনা থেকে যায়। সেই দিক গুরুত্ব রেখেই এই জ্যোতিষ শিবিরের আয়োজন।
advertisement
পাশাপাশি এমন অনেক মানুষ যাদের মধ্যে জ্যোতিষ পরামর্শ নেবার ইচ্ছা ছিল দীর্ঘদিন। কিন্তু কোনও ভাবে সম্ভব হয়ে ওঠেনি। সেই সমস্ত মানুষও দারুন উৎসাহের সঙ্গে এই জ্যোতিষ শিবিরে হাজির।
Rakesh Maity
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 14, 2023 4:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Astrologer in Puja Pandals: কালী পুজো দেখতে এসে ডবল লাভ, ঠাকুর দেখতে গিয়ে প্যান্ডেলই হাত দেখে দিচ্ছেন জ্যোতিষী









