West Bardhaman News : বিপদে নারী সুরক্ষায় ছুটে যাবেন প্রহরীরা, পৌঁছে দেবেন নিরাপদ স্থানে! শহরে বিশেষ উদ্যোগ

Last Updated:

বিপদগ্রস্ত মহিলাকে পৌঁছে দেবেন সুরক্ষিত স্থানে। অ্যাপ ছাড়াও ইতিমধ্যেই প্রহরীর দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

+
প্রহরীর

প্রহরীর স্বেচ্ছাসেবক।

আসানসোল, পশ্চিম বর্ধমান : আরজি কর কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে অনেকেই আবার প্রশ্ন তুলতে শুরু করেছেন। রাস্তাঘাটে, দিনে দুপুরে মেয়েরা কতটা সুরক্ষিত, কারা তাদের সুরক্ষা দেবেন, এই প্রশ্ন তুলছেন অনেকেই। এমন অবস্থায় নারী সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ দেখা গেল আসানসোলে। বিপদের সময় মেয়েদের সুরক্ষা দিতে আসানসোলে শুরু হল প্রহরী।
কিন্তু কি কাজ করবে প্রহরী? জানা গিয়েছে, মেয়েদের সুরক্ষার জন্য প্রহরী নামের একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। যে অ্যাপের মাধ্যমে আসানসোল শহরের যে কোনও বিপদে মহিলাদের নিরাপত্তা দেবে প্রহরী। প্রহরীর সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে ছুটে যাবেন দ্রুততার সঙ্গে। বিপদগ্রস্ত মহিলাকে পৌঁছে দেবেন সুরক্ষিত স্থানে। অ্যাপ ছাড়াও ইতিমধ্যেই প্রহরীর দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রহরীর সঙ্গে ২৫ জন স্বেচ্ছাসেবক যুক্ত হয়েছেন। প্রাথমিকভাবে প্রহরী অ্যাপ কাজ করবে আসানসোল শহরের জন্য। শহরে যদি সফলভাবে প্রহরী কাজ করতে পারে, তাহলে এই উদ্যোগ আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়া হবে। তবে প্রহরী নামের এই অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে জেলা বিজেপি।
advertisement
এই বিষয়ে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি দেখে নারী নিরাপত্তায় জোর দিতে এই উদ্যোগ তারা নিয়েছেন। ইতিমধ্যেই দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যার মাধ্যমে রাস্তাঘাটে, দিনে দুপুরে যেকোনও বিপদে সাহায্য পাবেন মহিলারা। এছাড়াও অ্যাপের মাধ্যমে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারবেন তারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সাহায্য চাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যাবেন অ্যাপ এর সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকরা। বিপদ থেকে উদ্ধার করে সাহায্যপ্রার্থীকে তারা নিরাপদ স্থানে পৌঁছে দেবেন।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : বিপদে নারী সুরক্ষায় ছুটে যাবেন প্রহরীরা, পৌঁছে দেবেন নিরাপদ স্থানে! শহরে বিশেষ উদ্যোগ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement