Gangasagar Mela 2025: পুণ্যার্থীদের জন্য বিশেষ সুবিধা.. সাগর মেলার শুরুতেই কামাল এয়ার অ্যাম্বুল্যান্সের

Last Updated:

শিয়ালদহ শাখায় চলছে অতিরিক্ত ট্রেন। নিরাপত্তার স্বার্থে থাকবে ১০০টি অ্যাম্বুল্যান্স, ২টি এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্স।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কাকদ্বীপ: গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। মেলায় অসুস্থ হওয়া পুণ্যার্থীদের দ্রুত ফিরিয়ে আনার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছিল আগেই। রবিবার সকালেই অসুস্থ হওয়া ১ জনকে তাতে করেই সাগর থেকে উড়িয়ে আনা হয়েছে হাওড়ায়।গঙ্গাসাগরে অসুস্থ রোগীকে চিকিৎসা পাইয়ে দিল এয়ার অ্যাম্বুল্যান্স।
তীর্থযাত্রীদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে গত কয়েক বছর ধরেই গঙ্গাসাগরে এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা রাখে রাজ্য সরকার। রবিবার সেই এয়ার অ্যাম্বুল্যান্সের  সুবাদেই প্রাণ বেঁচে যেতে পারে উত্তপ্রদেশের বাসিন্দা এক সত্তরোর্ধ বৃদ্ধের। তিনি গঙ্গাসাগরে এসেছিলেন কিন্তু রোববার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। ভিড়ের মধ্যে থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল ক্যাম্পে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান  ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক (TIA) হয়েছে। মস্তিষ্কে রক্ত সঞ্চালনব্যাহত হলে এই স্ট্রোক হয়।পাশাপাশি হৃদযন্ত্রে সমস্যা দেখা যায়।চিকিৎসকরা  ঠাকুর দাসকে অবিলম্বে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমআর বাঙ্গুরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তারপরই স্থানীয় প্রশাসন ঠাকুর দাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়। ওই হেলিকপ্টার সাগর থেকে আসার কথা ডুমুরজলায়। সেখান থেকে ওই রোগীকে পাঠানো হয় এমআর বাঙ্গুর হাসপাতালে।
advertisement
গত কয়েক বছরের মতো এবারও গঙ্গাসাগর মেলায় স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের জন্য ২ হাজার ২৫০টি সরকারি বাস ও ৫০০টি বেসরকারি বাসের বন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সুবিধায় সব বাসে থাকবেন সাগরবন্ধুরা।
advertisement
শিয়ালদহ শাখায় চলছে অতিরিক্ত ট্রেন। নিরাপত্তার স্বার্থে থাকবে ১০০টি অ্যাম্বুল্যান্স, ২টি এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্স। রবিবার সেই এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া শুরু করল।প্রতিবছর নিয়ম করে সাগর মেলায় এই বিশেষ ব্যবস্থা রাখছে রাজ্য সরকার। গত কয়েক বছরে একাধিক মানুষের জীবন বেঁচে গিয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2025: পুণ্যার্থীদের জন্য বিশেষ সুবিধা.. সাগর মেলার শুরুতেই কামাল এয়ার অ্যাম্বুল্যান্সের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement