Ashoke Dinda: ৫০ কোটির হিসেব দিতে পারলেন না অশোক দিন্দা, সতর্কবার্তা বিজেপি বিধায়ককে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
অরূপ বিশ্বাস বনাম অশোক দিন্দা প্রসঙ্গে, আজকেই নির্দেশ দেবেন বিধানসভার অধ্যক্ষ। অরূপ বনাম দিন্দার বাদানুবাদে অসন্তোষ প্রকাশ করেন বিধানসভার অধ্যক্ষ।
কলকাতা: অরূপ বিশ্বাস বনাম অশোক দিন্দা প্রসঙ্গে, আজকেই নির্দেশ দেবেন বিধানসভার অধ্যক্ষ। অরূপ বনাম দিন্দার বাদানুবাদে অসন্তোষ প্রকাশ করেন বিধানসভার অধ্যক্ষ।
এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সতর্ক করেন অশোক দিন্দাকে। তিনি বলেন, ” আপনি বিধানসভার সদস্য। এই বিষয়ে আপনার মন্তব্য করা নিয়ে আরও সচেতন হোন। কোনও ধরনের অসচেতন কথা বা এইধরনের আচরণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করবেন না।”
এরপরেই তিনি সতর্কবার্তা শুনিয়ে বলেন, “আপনি প্রথম বারের বিধায়ক। আপনি আরও সচেতন হোন। কোনও ধরনের অসচেতনমূলক বিবৃতি দেবেন না। আপনাকে সতর্ক করা হল।”
advertisement
advertisement
আরও পড়ুন:
এর আগে মিথ্যা-বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার জন্য বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, অশোক দিন্দা জানিয়েছিলেন, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন করতে কেন্দ্র টাকা দেয় ৫০ কোটি। দিন্দার এই দাবি অসত্য বলে উল্লেখ করেন অরূপ বিশ্বাস। অশোক দিন্দার কোনও তথ্য প্রমাণ দিতে পারেননি। তাই বিধানসভাকে বিভ্রান্ত করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। এর পাশাপাশি কেন্দ্র না পারলে রাজ্যকে জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন ফেরত দেওয়া হোক বলেও আবেদন জানান রাজ্যের ক্রীড়া মন্ত্রী।
advertisement
আরও পড়ুন:
প্রসঙ্গত, অরূপ বিশ্বাসের দাবির পরেই পাল্টা দিয়েছিলেন অশোক দিন্দাও। তিনি জানিয়েছিলেন, “কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে আমি কথা বলেছিলাম তিনি জানিয়েছেন এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও রাজ্য কোনও জবাব দেয়নি।”
এরপরেই গত মঙ্গলবার মধ্যেই অশোক দিন্দাকে ৫০ কোটি টাকার কেন্দ্রীয় অর্থ দেওয়ার বিষয়ে প্রমাণ দিতে বলা হয়। না হলে বিধানসভা রুল অনুযায়ী ব্যবস্থা জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
advertisement
প্রসঙ্গত জলপাইগুড়িতে বিশ্ববাংলা স্টেডিয়াম গড়তে কেন্দ্র ৫০ কোটি টাকা দিয়েছে তা বিধানসভায় আগের অধিবেশনে বলেন অশোক দিন্দা। এরপরেই আজ অশোক দিন্দাকে সতর্ক করলেন বিধানসভার অধ্যক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 11, 2024 2:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ashoke Dinda: ৫০ কোটির হিসেব দিতে পারলেন না অশোক দিন্দা, সতর্কবার্তা বিজেপি বিধায়ককে