Sovandeb Chattopadhyay: বার্থডে বয়ের বার্থডে গিফট! জন্মদিনে শিক্ষামূলক অ্যাপ লঞ্চ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়

Last Updated:

'সাধারণত জন্মদিনে উপহার পাওয়া যায়, আমি উপহার দিলাম। নিজের কেন্দ্রকে অ্যাপ গিফট করলাম'। হেসে বললেন বার্থডে বয় শোভনদেব চট্টোপাধ্যায়।

#কলকাতা: নিজের জন্মদিনে খড়দহ বিধানসভা কেন্দ্রের ছাত্রদের সুবিধার্থে অ্যাপ-এর সূচনা করলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। সরকারি পাশাপাশি বেসরকারি স্কুলের ছাত্র শিক্ষকরাও এই অ্যাপের মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন। বাংলা, ইংরেজি ও হিন্দি... এই তিনটি ভাষায়  পঠন-পাঠনের সুযোগ থাকছে এই অ্যাপে।
করোনার কারণে  পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সেই জায়গা থেকেই এই অ্যাপ-এর সূচনা বলে জানালেন শোভনদেব। তাঁর কথায়, 'এই অ্যাপ ছাত্র -শিক্ষকদের মধ্যে সেতুর কাজ করবে'।প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।
advertisement
advertisement
বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) জানতে পারেন তাঁর বিধানসভা কেন্দ্রের অনেক পড়ুয়া আছেন যারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক শিক্ষকও রয়েছেন যারা শিক্ষাদান থেকে বঞ্চিত হচ্ছেন। মেধা রয়েছে অথচ মিলছেনা পঠন-পাঠনের সুযোগ ।বিষয়টি জানতে পারার পরই উদ্যোগী হন খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কী করা যায় ? শুরু হয় ভাবনা। শেষমেষ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আজ নিজের ৭৯ তম জন্মদিনটিকেই অ্যাপ লঞ্চের দিন হিসাবে বেছে নিলেন খড়দহের বিধায়ক।
advertisement
প্লে স্টোরে ppeaseEdu লিখে ডাউনলোড করলেই হাতের মুঠোয় মিলবে 'শিক্ষা অ্যাপ'। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,' শুধুমাত্র সরকারি বা বেসরকারি স্কুলের পড়ুয়া বা শিক্ষক নন, গৃহশিক্ষক থেকে শুরু করে কোচিং সেন্টারের সঙ্গে যুক্তরাও এই শিক্ষা বিষয়ক অ্যাপ এর সুফল পাবেন'। তাঁর এলাকার যদি কোনও দুস্থ পড়ুয়া থাকে,  তার পাশে তিনি সবসময় আছেন বলেও জানিয়ে দেন বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ' জন্মদিনে গিফট পাওয়া যায়, আমি উপহার দিলাম। নিজের কেন্দ্রকে একটি অ্যাপ গিফট করলাম। জন্মদিনের কেক, শুভেচ্ছার মধ্যেও এই দিনটি ব্যতিক্রমী ।'' হেসে বললেন 'বার্থডে বয়' শোভনদেব চট্টোপাধ্যায়।
advertisement
VENKATESWAR LAHIRI 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sovandeb Chattopadhyay: বার্থডে বয়ের বার্থডে গিফট! জন্মদিনে শিক্ষামূলক অ্যাপ লঞ্চ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement