Firhad Hakim: 'দয়া করে এ রাজ্য ছেড়ে চলে যান', গান্ধি-স্মরণে রাজ্যপালকে তোপ ফিরহাদের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Firhad Hakim: ফিরহাদ হাকিমের কটাক্ষ, বিজেপি যে ধারাতে বিশ্বাসী, সেই ধারাতে বিশ্বাস করতেন গডসে।
#কলকাতা: রবিবার মহাত্মা গান্ধির প্রয়ান দিবসে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেই সময় একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দেন তিনি।
বলেন, ''এখানে ঋষি অরবিন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী বন্দিদশা কাটিয়েছেন। গান্ধীজি এই সংশোধনাগারে এসে নেতাজির সঙ্গে দেখা করেছিলেন। তাই আজ গান্ধিজি'র প্রয়াণ দিবসে এখানে এসে সকল স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করলাম।''
প্রসঙ্গ বিজেপির গান্ধি প্রয়াণ দিবস পালন
advertisement
বিজেপি যে ধারাতে বিশ্বাসী, সেই ধারাতে বিশ্বাস করতেন গডসে। এই গডসে গান্ধির হত্যাকারী। তাই বিজেপির উচিত গডসে-কে আগে ধিক্কার জানানো। তারপর গান্ধিজিকে স্মরণ করবে। পেগাসাস ইস্যু এখন প্রকাশ্য, তাই এই সব ঢাকতে এখন গান্ধি স্মরণ।
advertisement
প্রসঙ্গ রাজ্যপালের মন্তব্য
দয়া করে এই রাজ্য থেকে চলে যান।
মুখ্যমন্ত্রী মানুষের কাছে তাঁর জবাব দেন। তাই তাঁর সঙ্গে আলোচনা করা বা জবাব দেওয়ার প্রয়োজন হয় না।
advertisement
প্রসঙ্গ তৃণমূল নেতা খুন ও সুকান্ত মজুমদারের মন্তব্য
ওঁরা বলেন বিজেপির কেউ মারা গেলে তৃণমূল করেছে। আর তৃণমূলের কেউ মরলে অন্তর্দ্বন্দ্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 30, 2022 3:34 PM IST