সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে ফিরল ওড়িশার মানসিক ভারসাম্যহীন নিখোঁজ যুবক! খুশি পরিবার

Last Updated:

গত ১১ বছর আগে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন সুদাম হেমব্রম বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল । সাম্প্রতিক বাংলাদেশ নবাবগঞ্জ থেকে একটি সামাজিক সংগঠনের কর্তা আব্দুল গনি ফিটু তাকে উদ্ধার করে ।

পেট্রাপোল সীমান্ত
পেট্রাপোল সীমান্ত
পেট্রাপোল: গত ১১ বছর আগে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন সুদাম হেমব্রম বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল । সাম্প্রতিক বাংলাদেশ নবাবগঞ্জ থেকে একটি সামাজিক সংগঠনের কর্তা আব্দুল গনি ফিটু তাকে উদ্ধার করে । পশ্চিমবঙ্গের হ্যাম রেডিও মারফত খবর পায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলর রাজ্য সম্পাদক উৎপল রায় । ২৭ অক্টোবর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার , ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে তিনি আবেদন জানান সুদাম হেমব্রমকে ভারতে ফেরানোর জন্য । পরবর্তীতে রাষ্ট্রপতির নির্দেশ মত রবিবার বাংলাদেশ সরকারের তরফ থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে সুদাম হেমব্রমকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে কাছে পেয়ে খুশি তার পরিবার ।
মানসিক ভারসাম্যহীন সুদাম হেমব্রম জানিয়েছেন তিনি ফিরতে পেরে খুশি ।
সুদাম হেমব্রম এর পরিবারের সদস্যরাও জানিয়েছে দীর্ঘদিন পরে মানসিক ভারসাম্যহীন সুদাম হেমব্রম কে ফিরে পেয়ে তারা খুশি ।
advertisement
অন্যদিকে পড়শী রাজ্যের সুদামকে ঘরে ফেরাতে পেরে অত্যন্ত খুশি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলর রাজ্য সম্পাদক উৎপল রায় ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে ফিরল ওড়িশার মানসিক ভারসাম্যহীন নিখোঁজ যুবক! খুশি পরিবার
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement