South Dinajpur Temple : শুধু বিষ্ণুপুর নয়, দক্ষিণ দিনাজপুরেও রয়েছে টেরাকোটার মন্দির
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দক্ষিণ দিনাজপুরের ৬০০ বছরের প্রাচীন মন্দিরে দীপান্বিতা অমাবস্যার পুজোয় মেতে ওঠেন স্থানীয়রা। এই পুজোয় এক রাতেই চক্ষুদান, পুজো এবং বিসর্জন
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : দক্ষিণ দিনাজপুরের ৬০০ বছরের প্রাচীন মন্দিরে দীপান্বিতা অমাবস্যার পুজোয় মেতে ওঠেন স্থানীয়রা। এই পুজোয় এক রাতেই চক্ষুদান, পুজো এবং বিসর্জন। অনেকের বিশ্বাস, এটি জেলার সবচেয়ে উঁচু টেরাকোটার মন্দির। কথিত আছে, সপ্তদশ শতকের শেষের দিকে রাজা প্রাণনাথ রায় মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের উপরদিকটা গম্বুজের মতো, খিলানযুক্ত।
কেউ বলেন ভৈরবী, কেউ বলেন মহাকালীর মন্দির। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই মন্দিরে নিয়মিত পুজো হলেও এখন কেবল দীপান্বিতা অমাবস্যায় ঘটা করে বামাকালীর পুজো হয়। সারাবছর মন্দিরটি বিগ্রহহীন থাকলেও পুজোর দিনে দেবী মূর্তি নির্মাণ করে প্রথা মেনে মশালের আলোয় পুজো হয়। মন্দিরবাসিনী মন্দিরকে ঘিরেই পাশে গড়ে উঠেছিল দুর্গা মন্দির-সহ অনান্য দেব-দেবীর মন্দির। তবে কালীমন্দির ও শিবমন্দির বাদে অন্য মন্দিরের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই এখন খুঁজে পাওয়া যায় না।
advertisement
মন্দিরের সেবাইত সুভাষ সমাজদার জানান, “প্রথা মেনে আজও মন্দিরবাসিনী মায়ের গায়ের রং ও চক্ষুদান হয় পুজোর রাতেই। পুজোর পরেই বিসর্জন দেওয়া হয় রাতের অন্ধকারে। জাগ্রত মা মন্দিরবাসিনী। মায়ের কাছে ভক্তরা যা মানত করেন তাই পুরণ হয়। এলাকা তো বটেই, জেলার সব প্রান্ত থেকে এখানে পুজো দিতে যান প্রচুর ভক্ত।”
advertisement
কালের গ্রাসে মন্দিরটির অবস্থা জীর্ণপ্রায়। মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার কারুকার্য। দেওয়ালের কিছু খিলানে কুলঙ্গি রয়েছে। বছরের পর বছর পেরিয়ে গিয়েছে,সংস্কার হয়নি টেরাকোটার এই মন্দিরের। ধীরে ধীরে ভগ্নদশায় পরিণত হচ্ছে ঐতিহ্যবাহী ভিকাহারের মন্দিরবাসিনী মন্দির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Oct 15, 2025 2:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur Temple : শুধু বিষ্ণুপুর নয়, দক্ষিণ দিনাজপুরেও রয়েছে টেরাকোটার মন্দির









