জেলায় বড় সাফল্য! বিশ্ব যোগাসনে সোনার পদক জয় বালুরঘাটের প্রতিযোগীদের
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Yoga- বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় সাফল্য বালুরঘাটের প্রতিযোগীদের। অন্ধ্রপ্রদেশে হয়ে যাওয়া ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তরফে গত ২৮ ডিসেম্বর আয়োজিত হয় ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ।
দক্ষিণ দিনাজপুর : বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় সাফল্য বালুরঘাটের প্রতিযোগীদের। অন্ধ্রপ্রদেশে হয়ে যাওয়া ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তরফে গত ২৮ ডিসেম্বর আয়োজিত হয় ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ।
আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশ নেওয়া ৫০০ জন প্রতিযোগীর মধ্যে দক্ষিণ দিনাজপুরের ৮ জন প্রতিযোগীর হাতে ধরেই এল ৩ টি সোনা, ৪ রূপো এবং ১ টি ব্রোঞ্জ পদক। ভাইজ্যাগ থেকে জেলায় ফিরতেই ওই প্রতিযোগীদের সংবর্ধিত করা হয় বালুরঘাটের বিভিন্ন মহল থেকে।
এবিষয়ে কৃতি ছাত্রীর অভিভাবক জানান, “ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এক দুই জন নয়, বালুরঘাটের বিংশ শতাব্দী যোগা একাডেমী থেকে মোট আটজন প্রতিযোগী অংশগ্রহন করে জয়ী হয়ে ফিরে আসে। এটা কারও একার প্রচেষ্টায় হয়নি। সকলের প্রচেষ্টায় এমনটা সম্ভব হয়েছে। এমন অনন্য নজির গড়ায় খুশি সকলে।এলাকার প্রতিযোগীদের এই সাফল্যে খুশি বালুরঘাটবাসী।”
advertisement
advertisement
আরও পড়ুন- ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে খুন! অভিযোগ বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর বিরুদ্ধে
জানা গেছে, গত ২৮ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তরফে আয়োজিত হয় ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৪ টি দেশের অন্তত ৫০০ জন প্রতিযোগী অংশ নেন। তাতে ট্র্যাডিশনাল এবং রিদিমিক দুটি বিভাগ ছিল।
advertisement
সেখানেই বালুরঘাট বিংশ শতাব্দী যোগা একাডেমির পক্ষে ৩ জন পুরুষ এবং ৫ জন মহিলা মিলিয়ে মোট ৮ জন অংশ নেন। এরমধ্যে সকলেই পুরস্কৃত হন। সেখানে ৩ জন সোনা, ৪ জন রূপো এবং ১ জন ব্রোঞ্জ পান। এই সাফল্যের পরেই জেলার যোগা চর্চার ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কোচ এবং প্রতিযোগীদের এই অবদান জেলা জুড়ে প্রশংসিত হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলা দেশের মানচিত্রে নতুনভাবে উজ্জ্বল হবে বলে আশাবাদী সকলে।
advertisement
আরও পড়ুন- আস্ত একটা গ্রাম, সবাই টোটো চালায়! বাংলার ‘টোটোগ্রাম’ কোথায়? অনেকে জানেন না
দক্ষিণ দিনাজপুর জেলাকে রিপ্রেজেন্ট করেছে জেলা তথা বালুরঘাটের ৮ জন প্রতিযোগী। আর জেলার ক্রীড়া বিশেষকরা মনে করছেন, তাদের এই প্রতিভা ও কঠোর পরিশ্রম দেশের অন্যতম যোগাসন প্রতিযোগিতায় প্রতিষ্ঠিত করবে।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 8:07 PM IST