#উত্তরপাড়া: কলেজে ভর্তি করে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার দুই যুবক।
উত্তরপাড়া প্যারী মোহন কলেজে ভর্তি করে দেবে বলে দুই ছাত্র-ছাত্রীর থেকে টাকা নেয় স্বাধীন রায় ও সায়ন্তন দত্ত নামে বালির দুই যুবক। এরা কলেজের প্রাক্তন ছাত্র। অভিযোগকারী লিলুয়ার প্রিয় দত্ত নামে এক ছাত্র।তার পরিচিত স্বাধীন রায়কে প্রথমে টাকা দেয় কলেজে ভর্তি হওয়ার জন্য।পরে স্বাধীনের মাধ্যমে পরিচয় হয় সায়ন্তন দত্তর সঙ্গে। দু’জনকে মোট ১৪ হাজার টাকা দিলেও ভর্তি করা বা টাকা ফেরত দেওয়া কিছুই না করায় কলেজের ছাত্র সংসদকে জানায় ওই ছাত্র।
ছাত্র সংসদের ছেলেরা গতকাল, বৃহস্পতিবার রাতে আবার টাকা দেওয়ার নাম করে স্বাধীন ও সায়ন্তনকে টোপ দিয়ে ডেকে হাতে নাতে ধরে ফেলে।পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে তোলা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arrest, Bribe, College Admission, গ্রেফতার