মেরামতির জন্য বন্ধ সাঁতরাগাছি ব্রিজ, দু’দফায় হবে সংস্কার
Last Updated:
সাঁতরাগাছি রেল ওভারব্রিজ সংস্কারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত বছর পুজোয় এই রেল ওভারব্রিজেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েই রাস্তা সংস্কারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ জানুয়ারি থেকে দু’দফায় এই কাজ শুরু করবে পূর্ত দফতর।
#কলকাতা: সাঁতরাগাছি রেল ওভারব্রিজ সংস্কারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত বছর পুজোয় এই রেল ওভারব্রিজেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েই রাস্তা সংস্কারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ জানুয়ারি থেকে দু’দফায় এই কাজ শুরু করবে পূর্ত দফতর।
রাজ্য সরকারের উদ্যোগে সাঁতরাগাছি রেল ওভারব্রিজের সংস্কার। বুধবার নবান্নে একথা ঘোষণা করেন পূর্ত দফতরের প্রধান সচিব ইন্দিবর পাণ্ডে।
১৭ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দু’দফায় হবে সংস্কারের কাজ।
advertisement
দু’দফায় হবে সংস্কারের কাজ
১ . প্রথম দফায় ১৭-৩১ জানুয়ারি কাজ
২. দ্বিতীয় দফায় ১-১৫ মার্চ পর্যন্ত রাস্তা সংস্কার
advertisement
৩.কাজ চলাকালীন ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা
৪.ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছোট গাড়ি, বাস চলাচলে ছাড়
৫.রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা
৬.রবিবারও গাড়ি চলাচল নয়
৭.অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবার গাড়িকে ছাড়
গত বছর ২৫ অক্টোবর এই সাঁতরাগাছি রেল ওভারব্রিজে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেতা পীযুষ গঙ্গোপাধ্যায়ের। এরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই পূর্ত দফতরকে নির্দেশ দেন সংস্কারের। সেই মতো সংস্কারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কোনা এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের ব্যাপারেও কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ির সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। ওই রাস্তার সংস্কারেরও কাজও খুব দ্রুত শুরু হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2016 4:02 PM IST