South Bengal News: ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইউটিউবার! তিন দিনের পুলিশি হেফাজতের পরে বুধবার তোলা হল আদালতে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অভিযোগ, যেটা হয়েছিল ফেসবুকের রিলস বানানোর নাম করে নাবালিকা ছাত্রীর অশ্লীল নোংরা ভিডিও তুলে ব্ল্যাকমেল করে তাঁকে ধর্ষণ করে অরবিন্দ মণ্ডল, সেই কথা নাবালিকা ছাত্রী অরবিন্দ মণ্ডলের ছেলেকে জানালে অরবিন্দ মণ্ডলের ছেলে ওই নাবালিকার কপালে সিঁদুর পরিয়ে দিয়ে বলে, ‘‘আমি তোমাকে বিয়ে করলাম’’ এবং তারপর ফের নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে আবার ধর্ষণ করে বলে অভিযোগ।
দক্ষিণবঙ্গ, অনুপম সাহা: ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইউটিউবারকে তিন দিনের পুলিশি হেফাজতের পর আজ, বুধবার আবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হল৷ গত রবিবার হাড়োয়া থানার বাছড়া মোহনপুর এলাকার নামকরা ইউটিউবার অরবিন্দ মণ্ডল ও তাঁর ছেলেকে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। এরপর অরবিন্দু মণ্ডলকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ। এবং অরবিন্দ মণ্ডলের ছেলেকে জুবিনিয়াল কোর্টে তোলা হয়। আদালত অরবিন্দ মণ্ডলের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এবং জুভেনাইল কোর্ট অরবিন্দ মণ্ডলের ছেলেকে হোমে পাঠানোর নির্দেশ দেয়।
advertisement
পাশাপাশি, নাবালিকা ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। অন্যদিকে, তিন দিনের পুলিশি হেফাজত নিয়ে অরবিন্দ মণ্ডলের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করেছে পুলিশ সেগুলি পরবর্তীতে আদালতে পেশ করা হবে। আজ আবার অরবিন্দ মণ্ডলকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। আজ, বুধবার আর পুলিশি হেফাজতের আবেদন করা হয়নি আদালতে।
advertisement
advertisement
অভিযোগ, যেটা হয়েছিল ফেসবুকের রিলস বানানোর নাম করে নাবালিকা ছাত্রীর অশ্লীল নোংরা ভিডিও তুলে ব্ল্যাকমেল করে তাঁকে ধর্ষণ করে অরবিন্দ মণ্ডল, সেই কথা নাবালিকা ছাত্রী অরবিন্দ মণ্ডলের ছেলেকে জানালে অরবিন্দ মণ্ডলের ছেলে ওই নাবালিকার কপালে সিঁদুর পরিয়ে দিয়ে বলে, ‘‘আমি তোমাকে বিয়ে করলাম’’ এবং তারপর ফের নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে আবার ধর্ষণ করে বলে অভিযোগ।
advertisement
এরপর নাবালিকার পরিবারের লোক খোঁজাখুঁজিতে রাতে ওই অরবিন্দ মন্ডলের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ পান। মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং সমস্ত ঘটনা খুলে বলে, নাবালিকার পরিবারের তরফ থেকে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অরবিন্দ মণ্ডল ও তাঁর ছেলে৷
advertisement
এরপর রবিবার ও অরবিন্দ মণ্ডল ও তার ছেলেকে আদালতে তোলা হলে অরবিন্দ মন্ডলের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেইমতো আজ আবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 15, 2025 3:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Bengal News: ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইউটিউবার! তিন দিনের পুলিশি হেফাজতের পরে বুধবার তোলা হল আদালতে