Bangla News: প্রচণ্ড বৃষ্টি! বিরাট ক্ষতি হয়ে গেল বর্ধমান রাজবাড়ির...মন খারাপ স্থানীয় বাসিন্দাদের

Last Updated:

তেমনই বিশাল এলাকা জুড়ে সোনাপট্টির পাশেই গড়ে তোলা হয়েছিল লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির। এখানে পূজিত হন রাজবাড়ির কুল দেবতা রাধামাধব জিউ, লক্ষ্মীনারায়ণ জিউ। রয়েছেন রাজ পরিবারের কুলদেবী মা চণ্ডীকা। মন্দিরের পেছনে মাটির গভীরে রয়েছে পাতালেশ্বর শিব। এই মন্দিরের বাইরের দিকে রয়েছে সুদৃশ্য রাসমঞ্চ।

News18
News18
বর্ধমান: ভেঙে পড়ল বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের একাংশ। দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণেই নাটমন্দিরের একাংশ ভেঙে পড়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। গত রাতে ভেঙে পড়ে নাটমন্দিরের স্তম্ভ সহ একাংশ। একটানা বৃষ্টির কারণেই এই ধস বলে মনে করা হচ্ছে। বিষয়টি রাজবাড়ি ট্রাস্টকে জানানো হয়েছে। অবিলম্বে এই ঐতিহ্যবাহী  বিল্ডিংয়ের সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন বাসিন্দারা।
আগে বর্ধমানের কাঞ্চননগরে রাজবাড়ি ছিল। দামোদরে বারংবার বন্যার কারণে উঁচু জায়গা বর্ধমান শহরের উত্তর ফটকে রাজবাড়ি সরিয়ে আনা হয়। গড়ে ওঠে সুদৃশ্য রাজবাড়ি মেহতাব মঞ্জিল। সেখানে এখন রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্যের কার্যালয়। রাজবাড়ি তৈরির পর তার আশপাশে বসানো হয় বিভিন্ন বাজার। গড়ে তোলা হয় বিভিন্ন বিল্ডিং।
advertisement
advertisement
তেমনই বিশাল এলাকা জুড়ে সোনাপট্টির পাশেই গড়ে তোলা হয়েছিল লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির। এখানে পূজিত হন রাজবাড়ির কুল দেবতা রাধামাধব জিউ, লক্ষ্মীনারায়ণ জিউ। রয়েছেন রাজ পরিবারের কুলদেবী মা চণ্ডীকা। মন্দিরের পেছনে মাটির গভীরে রয়েছে পাতালেশ্বর শিব। এই মন্দিরের বাইরের দিকে রয়েছে সুদৃশ্য রাসমঞ্চ।
এই লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে তিনশো বছরের বেশি সময় ধরে পটেশ্বরী দুর্গার পুজো হয়ে আসছে। পটে আঁকা দুর্গা। নাম তাই পটেশ্বরী। এছাড়া এখানে উৎসাহ উদ্দীপনার সঙ্গে রথযাত্রা অনুষ্ঠিত হয়। টানা হয় রাজারানির রথ। অনুষ্ঠিত হয় দোলযাত্রা। সেই বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ল।
advertisement
এলাকার বাসিন্দা জয়দেব মুখোপাধ্যায় বলেন, বর্ধমানবাসীর কাছে অনেক আবেগের এই ঐতিহ্যবাহী মন্দির। সংস্কার অনেক আগেই প্রয়োজন ছিল। কিন্তু রাজবাড়ির ট্রাস্ট্রি বোর্ড সেই বিশাল ব্যয়ভার বহন করতে পারেনি। শিল্প স্থাপত্যে অনন্য রাসমন্দিরটিও ভগ্নপ্রায়। আমরা চাই এই ঐতিহ্যমণ্ডিত মন্দির ও বিল্ডিংয়ের সংস্কার করুক প্রশাসন।
advertisement
স্হানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে মন্দিরের এই অংশ তালাবন্ধ থাকে। সকালে পুরোহিতরা এসে এই অবস্হা দেখতে পান। একটানা দীর্ঘদিন বৃষ্টির ফলে জল চুঁইয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: প্রচণ্ড বৃষ্টি! বিরাট ক্ষতি হয়ে গেল বর্ধমান রাজবাড়ির...মন খারাপ স্থানীয় বাসিন্দাদের
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement